shono
Advertisement
Vande Bharat Sleeper Train

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল কলকাতা, ভোটের আগে বাংলার মন পেতে মরিয়া কেন্দ্র!

নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য সুখবর।
Published By: Kousik SinhaPosted: 02:47 PM Jan 01, 2026Updated: 03:39 PM Jan 01, 2026

সোমনাথ রায়, নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য সুখবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা। হাওড়া থেকে এনজেপি-সহ একাধিক রুটে ছুটছে বন্দে ভারত। সমস্ত রুটেই যাত্রীদের মধ্যে রয়েছে টিকিটের চাহিদা। এবার গুয়াহাটি থেকে কলকাতা রুটেও ছুটবে বন্দে ভারত। তবে তা স্লিপার ভার্সন। অর্থাৎ বসে নয়, শুয়েই দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে। আজ বৃহস্পতিবার, বছরের প্রথমদিন নয়া এই রুটের ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, এই বছরেই বাংলায় নির্বাচন। বাংলার মানুষের মন পেতেই এহেন পদক্ষেপ কেন্দ্রের? 

Advertisement

দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। যা নিঃসন্দেহে রেল পরিষেবায় গতি বাড়িয়েছে। এবার দেশের ট্র্যাকেই ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারতের স্লিপার ভার্সন। রেলমন্ত্রী জানিয়েছেন, গুয়াহাটি-কলকাতার মধ্যে ছুটবে এই ট্রেন। ১৬ কোচের ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, কবচ, ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবাই যাত্রীরা এই ট্রেনে পাবেন বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী নয়া এই ট্রেনে যাত্রা করতে পারবেন বলেও জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নয়া বন্দেভারত স্লিপারে 'ওয়াটার টেস্ট' করা হয়। সেই ভিডিও খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে তাঁর সমাজমাধ্যমে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, ট্রেনটিকে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চালানো হলেও গ্লাস থেকে একটুকু জল চলকে পড়ছে না। কোটা থেকে নাগদা সেকশনে ট্রেনটির পরীক্ষা করা হয়। সেখানে একেবারে ফুল মার্কস নিয়েই পরীক্ষায় পাশ করে বন্দে ভারত স্লিপার ট্রেনটি।

আর এরপরেই গুয়াহাটি থেকে কলকাতা বন্দেভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী। এখনও যদিও নয়া এই ট্রেনের টাইমটেবিল বা ভাড়া কিছুই জানানো হয়নি রেলের তরফে। তবে গুয়াহাটি-কলকাতা রূপে নয়া এই ট্রেনের সূচনা হলে যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

রেলমন্ত্রী জানিয়েছেন, দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে পারে নয়া ট্রেনের। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উনি সময় চূড়ান্ত করলেই উদ্বোধন সূচি চূড়ান্ত করা হবে। জানা যাচ্ছে, চলতি মাসের ১৭ কিংবা ১৮ তারিখ নয়া ট্রেনের উদ্বোধন হতে পারে। ট্রেনের অন্যতম আকর্ষণ থাকবে অসমিয়া খাবার। জানা যাচ্ছে, কলকাতা থেকে ছাড়ার সময় বাঙালি খাবার এবং গুয়াহাটি থেকে ছাড়ার সময় অসমিয়া খাবারের স্বাদ নিতে পারবেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য সুখবর।
  • দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা।
  • এবার গুয়াহাটি থেকে কলকাতা রুটেও ছুটবে বন্দেভারতের স্লিপার ভার্সন।
Advertisement