shono
Advertisement

Breaking News

Sonakshi Sinha

বিয়ের পরই স্বামী জাহিরের সঙ্গে হাসপাতালে ছুটলেন সোনাক্ষী! অন্তঃসত্ত্বা? জল্পনা তুঙ্গে!

দেখুন নবদম্পতির হাসপাতাল থেকে বেরনোর ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 02:15 PM Jun 29, 2024Updated: 02:21 PM Jun 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুন পরিবারকে সাক্ষী রেখে জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে সারেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সাত বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটেছে। অভিনেত্রীর গ্ল্যামারাস রিসেপশনের ঝলক বিগত কয়েক দিন ধরেই ‘টক অফ দ্য টাউন’! তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হল সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালকে (Zaheer Iqbal)। নবদম্পতিকে হাসপাতাল থেকে বেরতে দেখে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে!

Advertisement

শুক্রবার বিকেলে জাহির-সোনাক্ষী কোকিলাবেন হাসপাতালে (Kokilaben Hospital) গিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে, 'সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?' নেটপাড়ার একাংশের আবার ধারণা, 'বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করে ফেলেছেন অভিনেত্রী! 'কারণ, গত রবিবার নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ শুধুমাত্র প্রিয়জনদের সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন। একেবারে ছিমছামভাবে! বিয়ের পোশাকেও আর পাঁচজন বলিউড নায়িকার মতো ফ্যাশন ডিজাইনারে পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেননি তিনি। মা পুনম সিনহার বিয়ের শাড়ি পরেই কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী। এবার অভিনেত্রীকে হাসপাতালে ছুটতে দেখে, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠা অস্বাভাবিক নয়!

কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই কোকিলাবেন হাসপাতালে যেতে হল সোনাক্ষীকে? জানা গিয়েছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেইজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়। শ্বশুর মশাইয়ের খোঁজ নিতে স্ত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে গিয়েছিলেন জাহির ইকবালও। উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে আসানসোল থেকে তৃণমূল টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন প্রবীণ অভিনেতা। সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনও পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা। তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রবীণ অভিনেতা বর্তমানে সুস্থই রয়েছেন।

[আরও পড়ুন: গোলাপজল দিয়ে ‘আশা তাই’য়ের পা ধোয়ালেন সংস্কারি সোনু নিগম, প্রশংসার বন্যা]

আইনি বিয়ের সময়ে মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে সোশাল মিডিয়াতেও যখন কাঁটাছেড়া নিরন্তর চলেছে, তখনও নিন্দুকদের ‘খামোশ’ করিয়ে শত্রুঘ্ন বলেছিলেন, “আমার মেয়ে কোনও অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাঁকেই বিয়ে করছে! একে লাভ জেহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!”

[আরও পড়ুন: ‘তেলুগু বলতে গিয়ে জিভ খসে গিয়েছে!’, ‘কল্কি’ শুটের অভিজ্ঞতা জানালেন শাশ্বত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার বিকেলে জাহির-সোনাক্ষী কোকিলাবেন হাসপাতালে য়েছিলেন।
  • সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে, 'সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?'
  • বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Advertisement