shono
Advertisement
Nidhhi Agerwal

ছবির প্রচারে অপ্রীতিকর ঘটনার শিকার নিধি আগরওয়াল, 'পুরুষ নাকি হায়না?' আক্রমণকারীদের প্রশ্ন নেটপাড়ার

বুধবার ছিল হায়দ্রাবাদে এই ছবির গান লঞ্চের অনুষ্ঠান।
Published By: Arani BhattacharyaPosted: 12:09 PM Dec 18, 2025Updated: 02:33 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রচারে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার দক্ষিণী বিনোদুনিয়ার অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhhi Agerwal)। 'রাজা সাব' ছবির প্রচারে গিয়ে রীতিমতো আমজনতার ভিড় ঘিরে ধরে তাঁকে। বুধবার ছিল হায়দ্রাবাদে এই ছবির গান লঞ্চের অনুষ্ঠান। আর সেখানেই ঘটে যায় অভিনেত্রীর সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা।

Advertisement

নায়িকাকে দেখেই তাঁর সঙ্গে ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে যে, কেউ অভিনেত্রী গায়ের ওড়না ধরে টানছে তো কেউ আবার তাঁকে ঘিরে ধরেছে। এই পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েন নিধি। অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে গাড়িতে ওঠার সময় এই ঘটনা ঘটে। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করতে দেখা যায় নিধিকে।

এদিন 'রাজা সাব' ছবির 'সাহানা সাহানা' গানটি মুক্তির অনুষ্ঠান ছিল এদিন। অভিনেত্রীর উপর হওয়া এই ঘটনায় রীতিমতো চটেছেন নেটিজেনরা। একজন অভিনেত্রীর এহেন সুরক্ষার অভাব দেখে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ কেউ বলেছেন, 'পুরুষরা হায়নার মতো ব্যবহার করছে, ছিঃ।' কেউ আবার লিখেছেন, 'ভগবান কেন এমপ্ন মানুষদের সরিয়ে অন্য কোনও গ্রহে রাখার ব্যবস্থা করেন না?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবির প্রচারে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার দক্ষিণী বিনোদুনিয়ার অভিনেত্রী নিধি আগরওয়াল।
  • 'রাজা সাব' ছবির প্রচারে গিয়ে রীতিমতো আমজনতার ভিড় ঘিরে ধরে তাঁকে।
  • আর সেখানেই ঘটে যায় অভিনেত্রীর সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা।
Advertisement