সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালের শৌচাগারের কমোডে পড়ে শিশুকন্যার দেহ! শৌচাগার পরিষ্কার করতে গিয়ে তা চোখে পড়ল সাফাইকর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে। প্রসঙ্গত, দু'মাস আগেই বিষাক্ত কাশির সিরাপে অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে সে রাজ্যে। তার পরেই এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।
গত সোমবার রাতে ছিন্দওয়াড়া জেলার একটি সরকার হাসপাতালের শৌচাগারে শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখেই হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন ওই সাফাইকর্মী। পরে কর্তৃপক্ষের নির্দেশে কমোড ভেঙে শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, "কমোড পরিষ্কার করতে গিয়েই শিশুকন্যার দেহ চোখে পড়েছিল সাফাইকর্মীর। এর পরেই সকলকে খবর দেওয়া হয়। সকলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুকন্যার দেহ উদ্ধার করেন।"
হাসপাতালের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, গত সোমবার হাসপাতালে ১৫ জন প্রসূতি এসেছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে চিহ্নিত করা গিয়েছে। এক জনকে চিহ্নিত করা যায়নি। মনে করা হচ্ছে, ওই প্রসূতিই শৌচাগারে সন্তান প্রসব করে তা ফ্লাশ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আপাতত হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
