সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের ঋজু। ফেলুদার নতুন বইয়ের গন্ধ পেলেই নেচে উঠত তার মন। এই তো আছে জীবনে, বড়দিনের পার্কস্ট্রিট, কমলালেবু আর প্রদোষচন্দ্র মিত্তিরের মগজাস্ত্রর মুগ্ধতা। এই ঋজু যখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তখন থেকেই স্বপ্ন ফেলুদাকে নিয়ে সিনেমা তৈরি করার। সিনেমা করতে পারেননি, কিন্তু ওয়েব সিরিজ হয়েছে। ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘দার্জিলিং জমজমাট’-এর পর ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির পালা। আচমকা পরিচালকের ঘোষণা, 'এটাই শেষ, আর ফেলুদা করব না।' কিন্তু কেন? ফেসবুকে জানালেন দীর্ঘ বিবৃতি দিয়ে।
শুটিংয়ে সৃজিত
ফেলুদার ফ্যানবয় সৃজিত মুখোপাধ্যায়কে বললে অত্যুক্তি হবে না। এত ভালোবাসা, তার পরও কেন 'গোয়েন্দাগিরি' ছেড়ে দিচ্ছেন? প্রশ্ন অনুরাগীদের মনে। পরিচালক জানালেন, 'ফেলুদা'র সিরিজের শুটিং তাঁর জীবনের সবচেয়ে সুখকর অনুভূতি। চেয়েছিলেন বড়পর্দায় ফেলুদাকে ফিরিয়ে আনতে। কিন্তু সিনেমা তৈরির অনুমতি নেই। সৃজিতের কথায়, '...যেহেতু ফেলুদা নিয়ে সিনেমা করার অনুমতি নেই, তাই রথ থামতে বাধ্য।'
'ফেলুদা'কে নিয়ে এত বছরের সফরসঙ্গী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্রদের কথাও নিজের বিবৃতিতে উল্লেখ করেছেন সৃজিত। সেই সঙ্গে তিনি ফিরে গিয়েছেন নিজের কিশোরবেলার স্মৃতিতে। পরিচালক জানান, ছোটবেলার এই নায়ককে নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন তাঁর আজীবন থেকে যাবে।
আগামীকাল অর্থাৎ বুধবার প্রিয়া সিনেমা হলে সন্ধ্যা ছটায় 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর স্পেশাল স্ক্রিনিং থাকছে। অর্থাৎ বড়পর্দায় ফেলুদা ও কাশ্মীরকে দেখার সুযোগ। পরিচালক জানান, অতিথি ও সাংবাদিকরা ছাড়াও ১০০টি আসন থাকবে খালি। যদি কেউ চান তাহলে দেখতে আসতেই পারেন। যাঁরা প্রথমে আসতে পারবেন তাঁরাই বড়পর্দায় 'ফেলুদার গোয়েন্দাগিরি' দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, ২০ ডিসেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে 'ভূস্বর্গ ভয়ঙ্কর'। মিত্তির মশাইয়ের টেলিপ্যাথির জোর দেখার সুযোগ সেখানেও থাকছে।