shono
Advertisement
Zubeen Garg

কেক কেটে গানে গানে জন্মদিনে জুবিন-স্মরণ অসমের, আবেগঘন জিৎ গঙ্গোপাধ্যায়

১৮ নভেম্বর জুবিনের প্রয়াণের পর প্রথম জন্মদিন।
Published By: Arani BhattacharyaPosted: 08:44 PM Nov 18, 2025Updated: 08:45 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরালোকে পাড়ি দিয়েছেন কয়েক মাস আগেই। কিন্তু অসমের মানুষ বুঝিয়ে দিলেন তিনি বেঁচে রয়েছেন সকলের মনে। কথা হচ্ছে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। ১৮ নভেম্বর জুবিনের প্রয়াণের পর প্রথম জন্মদিন। আর এই দিনে বিশেষ উদযাপনে মাতল গোটা অসম। এদিন নাকি অসমের বিভিন্ন জায়গার, বিভিন্ন পেশার মানুষ জমায়েত হয়েছিলেন প্রাণের প্রিয় সঙ্গীতশিল্পীর স্মরণে। এদিন বিশেষভাবে প্রাণের প্রিয় শিল্পীর স্মরণে একজায়গায় হয়েছিলেন শিশুরা।

Advertisement

পড়ুয়া শিশুদের ভীষণ ভালোবাসতেন নাকি জুবিন। এমনকী বিশেষভাবে সক্ষম বহু শিশুর পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময় জুবিন। এদিন তাঁরাই শ্রদ্ধায়-স্মরণে জুবিনের স্মৃতিতে বুঁদ হয়েছেন। অসমের চারিদিক সেজে উঠেছে এদিন জুবিনের ছবিতে। বহু মানুষ এসেছেন এদিন শিল্পীকে শ্রদ্ধা জানাতে। এদিন জুবিনের প্রয়াণের পর প্রথম জন্মদিনে তাঁকে অগণিত মানুষ শ্রদ্ধা জানতে আসেন। এই পুরো আয়োজন এদিন নিজের হাতেই নাকি সেরেছেন জুবিন-জায়া গরিমা। রংবেরঙের বেলুন দিয়ে সাজিয়েছেন মঞ্চ।

এদিন জুবিনের সঙ্গে বিভিন্ন সময় তোলা একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে গরিমা লেখেন, 'জন্মজন্মান্তরে আমি আমাদের কাহিনী লিখে যাব। ভালো থেকো জুবিন।' শুধু স্ত্রীই নন, জুবিনের ভালো বন্ধু এবং ছায়াসঙ্গী ছিলেন গরিমা। জুবিনের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তিনি। শুধু তাই নয়, জুবিন গর্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’কে মুক্তির আলো দেখাতে গতমাসে দিনরাত এক করে কাজ করে গিয়েছেন গায়কপত্নী গরিমা সাইকিয়া। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়ে মৃত্যু হয় জুবিনের। শনিবার, সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর এই দিনে বিশেষ উদযাপনে মাতল গোটা অসম।
  • এদিন নাকি অসমের বিভিন্ন জায়গার, বিভিন্ন পেশার মানুষ জমায়েত হয়েছিলেন প্রাণের প্রিয় সঙ্গীতশিল্পীর স্মরণে।
  • এদিন বিশেষভাবে প্রাণের প্রিয় শিল্পীর স্মরণে একজায়গায় হয়েছিলেন শিশুরা।
Advertisement