shono
Advertisement
Onko Ki Kathin

মানবিক উদ্যোগ পুলিশের, 'অঙ্ক কি কঠিন' দেখল উত্তরবঙ্গের দুস্থ শিশুরা

বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সৌরভ পালোধি পরিচালিত ছবিটি।
Published By: Arani BhattacharyaPosted: 08:32 PM Jun 10, 2025Updated: 01:57 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটদের ছবি হলেও আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছে 'অঙ্ক কি কঠিন'। বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে রানা সরকার প্রযোজিত সৌরভ পালোধি পরিচালিত ছবিটি। এবার পুলিশকর্তাদের মানবিক উদ্যোগে আয়োজিত হল এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিং।

Advertisement

শিলিগুড়ির পুলিশকর্তাদের উদ্যোগে চারটি সরকারি হোমের ৯৫ জন দুস্থ শিশু এবং সেখানকার কর্মীদের নিয়ে এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। আইনক্স সিটি সেন্টারে ছবিটি দেখানো হয়। এই চারটি হোমের মধ্যে রয়েছে, 'ফার্স্ট লাভ চিলড্রেন হোম', 'হাওড়া সাউথ পয়েন্ট হোম', 'ভাবনা হোম', ও 'মা গৌরী ফাউন্ডেশন'। জানা যাচ্ছে, এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সি সুধাকর। ছবি দেখানোর পাশাপাশি এই শিশুদের সঙ্গেও আলাপচারিতায় মাতেন তিনি।

এই ছবিতে তিন শিশুর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যায়, অতিমারীর ধাক্কায় পড়াশোনায় দাঁড়ি পড়েছে ওই তিন শিশুর জীবনে। তবুও বাকি আর পাঁচটা শিশুর মতোই তাদের চোখেও বড় হয়ে কিছু একটা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই লাগাতার বুনে চলে তারা। এখন থেকেই যেন তাদের জীবনের লক্ষ্য স্পষ্ট। ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটি হাসপাতাল খুলবে। যাতে তাদের এলাকার মানুষেরা আর বিনা চিকিৎসায় মারা না যান। আগামিতে তারা কি তাদের এই স্বপ্নপূরণ করতে পারবে? সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। তিন শিশুর স্বপ্ন ছুঁয়ে ছবিটিকে ভালোবেসেছেন দর্শকরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'অঙ্ক কি কঠিন', ছোটদের ছবি হলেও এই ছবি মুক্তির পর থেকেই আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছে।
  • শিলিগুড়ির পুলিশকর্তাদের উদ্যোগে চারটি আশ্রমের ৯৫জন দুস্থ শিশু ও কর্মীদের নিয়ে এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।
  • এই ছবিতে তিন শিশুর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যাবে ওই তিন শিশুর জীবনে অতিমারির ফলে পড়াশোনায় দাঁড়ি পড়েছে।
Advertisement