সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের জবাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা (Indian Army)। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, ভারতের স্ট্রাইকে খতম ৯০ জঙ্গি। বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের এমন যোগ্য জবাবে খুশি ভারতীয় বিনোদুনিয়ার তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তরফেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।
অপারেশন সিঁদুরের খবরে রীতেশ দেশমুখ ভারতীয় সেনার (Indian Army) জয় জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'জয় হিন্দি কী সেনা... ভারত মাতা কী জয়।' পরিচালক মধুর ভান্ডারকর বর্তমানে সেভাবে বলিউডি লাইমলাইটে না থাকলেও দেশের যে কোনও জ্বলন্ত ইস্যুতে প্রতিক্রিয়া দেন। মধুরের মন্তব্য, 'ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।' অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, 'এক দেশ, এক মিশন।' দেশের সেনাবাহিনীর সঙ্গে আমরা রয়েছি। প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণার পরই কতিপয় শব্দে অনুপম খের, চিরঞ্জিবীরা ভারত মাতার জয়গান গাইলেন। ভারতীয় সেনাবাহিনিকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করজোড়ে কুর্নিশ জানালেন পরেশ রাওয়াল।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে প্রতিক্রিয়া জানালেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তাঁর মুখেও 'জয় হিন্দ' ধ্বনি। মোদি সরকারের 'যোগ্য জবাবে' খুশি অভিনেতা বিক্রান্ত মাসেও। বুধবার সাতসকালে জয় মহাকাল স্লোগানে অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অক্ষয় কুমারও।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই প্রেক্ষিতেই মোদিকে ধন্যবাদ জানালেন বিনোদুনিয়ার তারকারা।
