shono
Advertisement
Operation Sindoor

যুদ্ধ জিগিরে 'অপারেশন সিঁদুর' ছবির ঘোষণা, বলিউডকে 'লোভী, স্বার্থপর, নির্লজ্জ' বলে কটাক্ষ

'সুযোগ বুঝে ফায়দা লুটছে বলিউড', 'অপারেশন সিঁদুর'-এর পোস্টার প্রকাশ্যে আসতেই ছিছিকার!
Published By: Sandipta BhanjaPosted: 09:39 AM May 10, 2025Updated: 03:28 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর দিন দুয়েক আগেই পাওয়া গিয়েছিল। এবার দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে 'অপারেশন সিঁদুর' সিনেমার ঘোষণা করায় কার্যত 'মুখ পুড়ল' বলিউডের। প্রশ্ন উঠেছে, 'প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে এগিয়ে থাকার এত তাড়া?'

Advertisement

সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, কমপক্ষে পনেরোটি বলিউড প্রযোজনা সংস্থার তরফে 'অপারেশন সিঁদুর' নামটি রেজিস্টার করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি খোদ একথা জানিয়েছিলেন ৮ মে। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। যে ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেছেন তাঁরা। যেখানে দেখা যাচ্ছে, রণক্ষেত্রে সেনাজওয়ানের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন। পোস্টারের উপরে লেখা- 'ভারত মাতা কী জয়।' আর সেই পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ। নির্মাতাদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। কারও মন্তব্য, 'জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।' আবার কারও কটাক্ষ, 'দেশের সেনাবাহিনী যখন সীমান্তে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, তখন এরা সুযোগ বুঝে মুনাফা লুটছে।' আবার কেউ সরাসরি 'নির্লজ্জ, লোভী' বলে কটাক্ষ করলেন। কেউ বা আবার এরকম গুরুগম্ভীর বিষয়ের উপর নির্মিত সিনেমার পোস্টার AI দিয়ে বানানোর বেজায় খেপেছেন। কারও বা কটাক্ষ, 'নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে এরা।' সবমিলিয়ে 'অপারেশন সিঁদুর' সিনেমার পোস্টার বর্তমানে চর্চার শিরোনামে।

'অপারেশন সিঁদুর' অভিযানের পরই নাকি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম নথিভুক্তিকরণের হিড়িক লেগে গিয়েছিল। সূত্রের খবর, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালকও নাকি নাম রেজিস্টার করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও। সময় যত গড়াচ্ছে বলিউডে দেশাত্মবোধক ছবির সংখ্যা বাড়ছে। শত্রু দেশের উপর সার্জিকাল স্ট্রাইকও ছবির পর্দায় ফুটে উঠেছে। তবে আর অপারেশন সিঁদুরই বা বাদ যায় কেন? ছবি হবে কিনা তা অবশ্য বিশ বাঁও জলে হলেও অনেকে আগেভাগে নাম রেজিস্টার করে রাখেন। নইলে ছবি তৈরি করতে চাইলেও নাম রেজিস্টার না হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। সে কারণে সম্ভবত এত তাড়াহুড়ো। আর সেই গেরোতে পড়েই কটাক্ষের শিকার নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ারের মতো বলিউডের দুই প্রযোজনা সংস্থা।

বলিউডের পর্দায় পাকিস্তানের 'ভিলেন' রূপ নতুন নয়! এযাবৎকাল বাস্তব ঘটনা অবলম্বনে একাধিক দেশাত্মবোধক সিনেমার সাক্ষী থেকেছে ভারত। উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইকও বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। তার আগে 'বর্ডার', 'এলওসি কার্গিল'-এর মতো ছবিও রয়েছে। সংশ্লিষ্ট তালিকাতেই এবার নবতম সংযোজন হতে চলেছে 'অপারেশন সিঁদুর'। ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে যে সিনেমার পোস্টার মুক্তি পাওয়ায় বেজায় চটেছেন দেশবাসীর একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।
  • যে ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেছেন তাঁরা।
  • পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ।
Advertisement