shono
Advertisement

Breaking News

৭ টি অস্কার ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে, পাল্লা দিল ‘পুওর থিংস’, একনজরে ‘সেরা’র তালিকা

কে কোন বিভাগে অস্কার পেল? ঝটপট দেখে নিন।
Posted: 09:51 AM Mar 11, 2024Updated: 10:00 AM Mar 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscars 2024) মঞ্চে বাজিমাত করল ‘ওপেনহাইমার’ (Oppenheimer)। সেরা অভিনেতা, পরিচালক-সহ মোট সাতটি অস্কার গিয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত তথা কিলিয়ন মারফি অভিনীত ছবির ঝুলিতে। পাল্লা দিয়ে অস্কার জিতেছে এমা স্টোনের ‘পুওর থিংস’। কে কোন বিভাগে অস্কার পেল? ঝটপট দেখে নিন একনজরে ‘সেরা’র তালিকা।

Advertisement

সেরা ছবি- ওপেনহাইমার
সেরা অভিনেতা- কিলিয়ন মারফি, ওপেনহাইমার
সেরা অভিনেত্রী- এমা স্টোন, পুওর থিংস
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
সেরা সহ-অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার
সেরা সহ-অভিনেত্রী- ডেভাইন জয় ব়ানডলফ
সেরা অরিজিনাল চিত্রনাট্য- অ্যানাটমি অফ আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড ফিচার- দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট
সেরা অরিজিনাল স্কোর- ওপেনহাইমার
সেরা সিনেম্যাটোগ্রাফি- ওপেনহাইমার
সেরা সম্পাদনা- ওপেনহাইমার
সেরা অরিজিনাল সং- হোয়াট ওয়াস আই মেড ফর, বার্বি
সেরা ডকুমেন্টরি ফিচার- টুয়েন্টি ডেজ ইন মারিওপোল
সেরা প্রোডাকশন ডিজাইন- পুওর থিংস
সেরা লাইভ অ্যাকশন শর্ট- দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা মেকআপ, হেয়ারস্টাইলিং- পুওর থিংস
সেরা কস্টিউম ডিজাইন-পুওর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement