আকাশ মিশ্র: ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের (Indira Dhar Mukkherjee) প্রথম ছবি ‘পুতুল’। এমন শিশুদের গল্প বলে এই ছবি, সমাজের অবহেলায়, যাদের ঠিকানা রাস্তা। আস্তাকুড়ের মতো জীবন। অথচ ভবিষ্যতের কাণ্ডারি তো এরাও। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল বঙ্গললনার হাতে তৈরি 'পুতুল'। আর এবার সেই 'পুতুল'-ই গড়ল ইতিহাস। অ্যাকাডেমি পুরস্কারে বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল এই ছবির গান 'ইতি মা'। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুর সায়ন গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোনও বাংলা গান অস্কারের (Oscars 2025) তালিকায় জায়গা করে নিল। স্বাভাবিকভাবে এমন সাফল্যে খুশি পুতুল ছবির পরিচালক ইন্দিরা। সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে ইন্দিরা বললেন, ''যখন গানটা তৈরি হচ্ছিল, তখন ভাবতেই পারিনি অস্কারে মনোনীত হবে। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে মনোনয়ন পেল। এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করল। অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানাই। পুতুল ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই।''
ইন্দিরা আরও জানালেন, ''অস্কারে আরও ২ টো ক্য়াটাগরিতে আমরা মনোনয়ন পেয়েছি। অরিজিনাল ট্র্যাক এবং সেরা আবহসঙ্গীত। যদিও সেরা ছবি ও সেরা বিদেশি ছবির বিভাগের তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। ১৭ ডিসেম্বর তা জানা যাবে। আমরা মুখিয়ে আছি, সেই তালিকা দেখার জন্য। আমি খুব আশাবাদী পুতুল নিয়ে। লিস্টে পুতুল ছবির গান রয়েছে, এটা জাস্ট বিশ্বাসই হচ্ছে না।
খুশির মাঝেও ইন্দিরার কণ্ঠে ধরা পড়ল অভিমান। যে অভিমানের কারণেই কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে 'পুতুল' ছবির প্রচার নিয়ে সেভাবে মাথা ঘামাননি। সংবাদমাধ্যমে পুতুল নিয়ে সেভাবে একটা বাক্যও খরচ করতে দেখা যায়নি তাঁকে। কীসের অভিমান?
ইন্দিরা জানিয়েছেন, ''পুতুল ছবিটি আমি পাঁচবছর ধরে তৈরি করেছি। প্রচুর রিসার্চ করতে হয়েছিল, ছবিটা তৈরির সময়। এটা পুরদস্তুর একটা বাংলা ছবি। আমার পরের ছবিটা অবশ্য হিন্দি। যেখানে দিব্যা দত্ত এবং নীরজ কবি রয়েছেন। কয়েকদিন আগেই কলকাতায় শুট হয়েছে এই ছবির। কিন্তু আমি অন্য কোনও ভাষা নয়, বাংলা ছবি দিয়েই ডেব্যু করতে চেয়েছিলাম। বাংলা দর্শকদের কথা মাথায় রেখেই ছবি তৈরি করেছি। বাংলা ছবির স্টোরি টেলিংটাই আলাদা। পুতুল কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পেয়েছে। কান উৎসবে একজন স্বাধীন ছবির পরিচালক হিসেবে কীভাবে লড়াই করতে হয়, তা নিয়ে আমি লোকজনকে বেশি কিছু বলতে চাইনি। বরং কান থেকে ফিরে এসে আমি চুপ করেছিলাম।
অভিমানের সুরেই ইন্দিরা জানালেন, ''যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া পুতুল নিয়ে এত কথা বলছে, সেখানে বাংলা মিডিয়া, বাংলা ছবি ছেড়ে অন্য়ান্য ছবি নিয়ে লাফালাফি করছে। কিন্তু আমি এগুলো নিজের মধ্যেই রেখেছিলাম। কাউকে বোঝাতে চাইনি। বলতেও চাইনি। আমি নাম নিচ্ছি না, কান উৎসবে যে ৭টি ছবি গিয়েছিল, সেখানে পুতুলও একটি ছিল। কিন্তু আমি চুপ করে থাকার সিদ্ধান্তই নিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম অ্য়াকাডেমির তালিকা বের হওয়ার জন্য। শেষমেশ, এই গান মনোনিত হওয়ায় পুতুল নিয়ে নিজে থেকেই কথা শুরু হয়ে গেল। শেষমেশ, কাজই কথা বলল। এটাই আমার চুপ থাকার জবাব।
ইন্দিরা জানিয়েছেন, ১৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার হবে এই ছবির। তার পর ২৭ ডিসেম্বর এই বাংলায় মুক্তি পাবে পুতুল। ইন্দিরার কথায়, ''বাংলার সব জায়গায় পৌঁছে দিতে চাই এই ছবি। তার জন্য আমি নিজেই ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি। দরকার পড়লে নিজে গ্রামে গ্রামে গিয়ে টিকিট বিক্রি করব।''