সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)। এমনই খবর মঙ্গলবার জানা গিয়েছিল। স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী সরিতা। এবার কমেডিয়ানের নিখোঁজ রহস্যে চাঞ্চল্যকর মোড়। অপহরণ করা হয়েছিল প্রবীণ কৌতুকশিল্পীকে, এমনই খবর প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
মঙ্গলবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন সুনীল পালের স্ত্রী সরিতা। জানান, সোমবার তাঁর স্বামী একটি শো করতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। পাশাপাশি ফোনেও পাওয়া যাচ্ছে না শিল্পীকে। নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সেই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
শোনা যায়, তদন্ত শুরুর কয়েক ঘণ্টা পর সুনীলের সন্ধান পায় পুলিশ। দিল্লিতে ছিলেন কমেডিয়ান। তাঁর ফোনটিও নাকি খোঁয়া গিয়েছে। এই খবর পাওয়ার পরই জাতীয় স্তরের সংবাদমাধ্যমের সঙ্গে সুনীলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সরিতা জানান, স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের সঙ্গেও সুনীলের কথা হয়েছে বলে জানান তিনি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে সুনীলকেও ফোন করা হয়। মুম্বইয়ে ফেরার ফ্লাইট ধরার তাড়া ছিল কৌতুকাভিনেতার। তার মাঝে শুধু এটুকুই জানান যে তাঁকে অপহরণ করা হয়েছিল। এর বেশি আর কিছু জানাননি সুনীল। আশা করা যায়, খুব শিগগিরিই তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন।
একটা সময় সুনীল পালকে দেশের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসাবে গণ্য করা হত। ইদানিং অবশ্য মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আজকালকের কমেডির ধরন নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষও শুনতে হয়েছে। বছরখানেক আগেই কপিল শর্মা শো’য়ের সমালোচনা করেছিলেন তিনি। তারপরও বহু কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তবে সিনেমা বা সিরিজে সেভাবে দেখা না গেলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল।