shono
Advertisement
Vikram Ghosh

অস্কারের দৌড়ে বিক্রম ঘোষের গানও, 'এটা কিন্তু মনোনয়ন নয়', বললেন শিল্পী

আর কী বললেন শিল্পী?
Published By: Akash MisraPosted: 07:46 PM Dec 03, 2024Updated: 07:59 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল অস্কারে সেরা ৮৯ গানের তালিকা। যেখানে শুধু ইমন চক্রবর্তীর গাওয়া গান 'ইতি মা' নয়, জায়গা করে নিয়েছে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের 'ব্য়ান্ড অফ মহারাজাস'- ছবির গানও। যার পরিচালক গিরিশ মালিক।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে বিক্রম ঘোষ জানিয়েছেন, ''খবরটা পেলাম পরিচালক গিরিশ মালিকের কাছ থেকে। তবে এবার প্রথম নয়, এর আগেও আমাদের জুটির ছবি অস্কারের দৌঁড়ে ছিল। আবার ১০ বছর এমনটা ঘটল। এবার দুটো বিভাগে রয়েছে, একটা সেরা গান এবং আরেকটা সেরা অরিজিনাল স্কোর। যতদূর আমি জানি, এটাই একমাত্র হিন্দি ছবি, যে এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই ছবিতে আমি কিন্তু অভিনয়ও করেছি। যাঁরা গান গেয়েছে, তাঁরাও বাঙালি। তবে এখানে বলা দরকার, এই তালিকা চূড়ান্ত মনোনয়ন নয়, এর থেকেই ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে।''

প্রসঙ্গত, আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। যা তিনি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য গেয়েছিলেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
  • এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে।
Advertisement