সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষেই বড় ঘোষণা। প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' সিনেমার অফিশিয়াল পোস্টার। যাতে রণংদেহি মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেপথ্যে গেরুয়া বসনধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে তাঁর লাল তিলক। পোস্টার প্রকাশ করেই জানিয়ে দেওয়া হল ছবির মুক্তি তারিখ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরানী'কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দোর্দণ্ডপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন, এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পালা। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী। ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। আবার শিখেছেন যুদ্ধকলা। তার প্রতিফলন নতুন এই পোস্টারে দেখা গেল।
চলতি বছরের মার্চ মাসে ‘ভবানী পাঠক’ হিসেবে শুটিং শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। প্রথম লুকেই সাড়া ফেলে দিয়েছিলেন সুপারস্টার। এই চরিত্রের জন্য নিজেকে পুরো পালটে ফেলেছেন তিনি। শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও'নিল।
উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। আর আগামী বছরের মে মাসে হতে চলেছে। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের। কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার। এবার টিজার-ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা।