সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিং বর্তমানে 'ধুরন্ধর' ছবির শুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি নিজের জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। তবে এবার 'ধুরন্ধর'-এর জন্যই বিপাকে পড়তে হল রণবীরকে। কেন? আসলে ছবির সেট থেকে বেশ কয়েকটি নেপথ্য দৃশ্য ভাইরাল হয়েছে। তার একটিতেই দেখা গেল, 'ধুরন্ধর'-এর সেটে পতপত করে উড়ছে পাকিস্তানে পতাকা। আর সেই ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন রণবীর সিং।
আসলে পহেলগাঁও সন্ত্রাসের পর থেকেই একাংশের মনে জন্ম নিয়েছে পাকিস্তান বিদ্বেষ। যার জেরে পাক শিল্পীদেরও রেয়াত করতে নারাজ বলিউডের ফিল্ম সংগঠনগুলি। 'সর্দারজি ৩' ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় সম্প্রতি বয়কটের মুখে পড়তে হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝকেও। তাঁর সিনেমা মুক্তি পায়নি ভারতে। এমন আবহেই রণবীর সিংয়ের পরবর্তী ছবি 'ধুরন্ধর'-এর সেটে পাকিস্তানের পতাকা দেখে রেগে কাঁই নেটভুবন। কারও প্রশ্ন, 'সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে?' আবার কারও কটুক্তি, 'বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে।' যদিও একাংশ মনে করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই এই পতাকা ব্যবহার করা হয়েছে। তবে কেউ কেউ আবার নির্লজ্জ বলে রণবীর সিংকে কটাক্ষ করতেও ছাড়লেন না। উল্লেখ্য, 'ধুরন্ধর' আদতে বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি। যদিও ছবির কাহিনি নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প সাজানো হয়েছে। হয়তো সেই কারমেই পাকিস্তানের পতাকা উড়ছে সেটে। তবে এসব যুক্তি মানতে নারাজ নেটপাড়া। অতঃপর রণবীর সিংকে নিয়ে বর্তমানে গেল গেল রব উঠেছে!
কোভিডকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে অত্যুক্তি হয় না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির সিংহম এগেইন-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে ‘ডন ৩’র কাজ নিয়ে নিত্যদিন নিত্যনতুন তথ্য! শুটিং শুরু হওয়ার কোনও খবর নেই। ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’কে বড়পর্দায় তাঁর নিয়ে আসার পরিকল্পনাও বিশ বাঁও জলে! এমতাবস্থাতেই পরবর্তী সিনেমা নিয়ে বিতর্কে জড়ালেন রণবীর সিং।
