shono
Advertisement
Bollywood

মনে ভারত বিদ্বেষ! তবুও বলিউডের সিনেমা-সিরিজে মজে পাকিস্তান, প্রমাণ দিল গুগল

পাকিস্তানের দর্শকদের পছন্দের তালিকায় ১০টির মধ্যেই ৮টি ভারতীয় সিনেমা-সিরিজের নাম রয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 08:15 PM Dec 11, 2024Updated: 08:15 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'উরি' হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে বছর খানেক ধরে বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তবে মনে ভারত বিদ্বেষ থাকলেও চলতি বছর বলিউডের সিনেমা-সিরিজ যে পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করেছে, গুগল এবার তারই প্রমাণ দিল।

Advertisement

চব্বিশ সাল প্রায় শেষলগ্নে। বছরভর কোন কোন সিনেমার খোঁজ গুগলে ট্রেন্ডিং থেকেছে? সেই তালিকা ঘাঁটতে গিয়েই বড় তথ্য ফাঁস। দেখা গিয়েছে, পাকিস্তানের দর্শকদের পছন্দের তালিকায় দশটির মধ্যেই ৮টি ভারতীয় সিনেমা এবং সিরিজের নাম রয়েছে। আর সেই তালিকার শীর্ষেই নাম রয়েছে সঞ্জয় লীলা বনশালির 'হীরামাণ্ডি'র। যে সিরিজ লাহোরের পতিতাপল্লী নিয়ে তৈরি। দেশভাগের যন্ত্রণা, প্রিয় মানুষের দেশ ভাগ হওয়ার কষ্ট, সমস্ত ইতিহাসের সাক্ষী যে এলাকা। সেই সিরিজ নিয়ে যে পাকিস্তানের দর্শকদের মধ্যে কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। তবে চমকপ্রদভাবে দ্বিতীয় স্থানে নাম রয়েছে বিক্রান্ত মাসের 'টুয়েলভথ ফেল'-এর। ভালো কন্টেন্টের সিনেমা যে কাঁটাতার, দ্বেষ-রোষকেও ছাপিয়ে গিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়, বিধু বিনোদ চোপড়ার এই সিনেমা তারই যোগ্য উদাহরণ। তৃতীয় স্থানে রয়েছে তেইশ সালের বক্স অফিস কাঁপানো রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। চতুর্থ স্থানে রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ 'মির্জাপুর সিজন ৩'।

পাকদর্শকদের পছন্দের তালিকার পঞ্চম স্থানেও বলিউড সিনেমা। শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী ২'। তবে ষষ্ঠ স্থানে পাকিস্তানের ঘরের শো 'ইশক মুর্শিদ' রয়েছে। সপ্তমে আবার কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ৩'। এরপর যথাক্রমে 'ডাঙ্কি' এবং 'বিগ বস'-এর নাম রয়েছে। দশ নম্বরে টিমটিম করে জ্বলছে পাক শো 'কভি ম্যায় কভি তুম'-এর নাম। এককথায়, বছরভর হিন্দি সিনেমা থেকে সিরিজগুলি যে পাকিস্তানে রাজত্ব করেছে, গুগলের এই তালিকায় তার প্রমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনে ভারত বিদ্বেষ থাকলেও চলতি বছর বলিউডের সিনেমা-সিরিজ যে পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করেছে, গুগল এবার তারই প্রমাণ দিল।
  • পাকিস্তানের দর্শকদের পছন্দের তালিকায় দশটির মধ্যেই ৮টি ভারতীয় সিনেমা এবং সিরিজের নাম রয়েছে।
Advertisement