shono
Advertisement
Vrinda Grover

'হস্তক্ষেপ করা হচ্ছে', RG Kar মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার

তবে এ বিষয়ে এখনও তাঁর কিছু জানা নেই বলেই দাবি নির্যাতিতার বাবার।
Published By: Sayani SenPosted: 12:25 AM Dec 12, 2024Updated: 12:31 AM Dec 12, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান আইনজীবী বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী ছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনও তাঁর কিছু জানা নেই বলেই দাবি নির্যাতিতার বাবার।

Advertisement

গত ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্য তথা গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। নৃশংস হত্যাকাণ্ডের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করতেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হয়। সূত্রের খবর, বিনামূল্যে মামলা লড়তেন তিনি। গ্রোভারের দলে থাকা আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন গুপ্ত বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল জবাবও করেন।

তবে বুধবার আইনজীবী বৃন্দা গ্রোভারের অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়, আর জি কর মামলায় বর্ষীয়ান আইনজীবী আর লড়বেন না। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরাল বিরোধিতা করা হয়েছে। এখনও তারা জামিন পায়নি কেউ। একজন আইনজীবী হিসাবে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। তবে সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে।  সে কারণেই সম্ভবত বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন বলেই খবর। তবে কে বা কারা হস্তক্ষেপ করছেন, সে বিষয়ে কিছু স্পষ্টভাবে জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান আইনজীবী বৃন্দা গ্রোভার।
  • নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী ছিলেন তিনি।
  • তবে এ বিষয়ে এখনও তাঁর কিছু জানা নেই বলেই দাবি নির্যাতিতার বাবার।
Advertisement