সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর পর কেটে গেল এক মাস। চোখের নিমেষে দিন কেটে গেলেও তাঁর স্বামী পরাগ ত্যাগী এখনও তাঁর প্রিয় পরীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি। ২৭ জুলাই, রবিবার শেফালির মৃত্যুর একমাস। আর আগে শনিবারই পরাগ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শেফালির স্মৃতিতে।
পরাগের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে তাঁদের পোষ্য সারমেয় সিম্বার সঙ্গে শেফালির নানা ছবি দিয়ে বানানো একটি কোলাজ ভিডিও। তাঁদের পোষ্য সারমেয় সিম্বা ছিল তাঁদের কাছে সন্তানসম। আর তাই এদিন সিম্বা শেফালির ওই বিশেষ ভিডিওর ক্যাপশনে পরাগ লেখেন, 'বিশ্বের শ্রেষ্ঠ মাকে উৎসর্গ করলাম। পরী তাঁর সিম্বাকে সন্তানের মতোই ভালোবাসতো। আজ একমাস পূর্ণ হল সিম্বা তোমাকে চোখের সামনে দেখতে পায় না। কিন্তু ও সবসময় তোমার উপস্থিতি টের পায়।'
এরপর পরাগ ওই ভিডিওতে যে ক্যাপশন লিখেছেন তা যেন সিম্বা তাঁর মানুষ মা শেফালিকে বলছেন। ওই লেখাতে বলা হয়েছে, 'মা, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই ভালোবাসা আজীবন অক্ষুণ্ণ থাকবে। আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করো তোমারা।' উল্লেখ্য, ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই হয়েছে জীবনের ছন্দপতন। আচমকা মডেল-অভিনেত্রী শেফালির মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর স্বামী পরাগ ত্যাগী। শেফালির মৃত্যুর খবর আছড়ে পড়ায় যখন শোকাচ্ছন্ন অনুরাগীরা, তখন রাত পোহাতেই তাঁর স্বামী পরাগ ত্যাগীকে পোষ্য নিয়ে প্রাতঃভ্রমণ করতে দেখে একাংশ কটাক্ষ করা শুরু করেন। তাঁরা কটাক্ষ করে বলেন, ‘স্ত্রী মৃত্যুতেও কোনও শোক-তাপ নেই!’ পরাগের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন বন্ধু তথা হিন্দি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই। তিনি বলেন, “সিম্বা তো শুধু ওদের পোষ্য ছিল না, শেফালির কাছে সিম্বা ছিল পুত্রসম। ওঁর আচমকা চলে যাওয়া পোষ্যের মনে শূন্যতার সৃষ্টি করেছে।" এবার তা আরও একবার প্রমাণ করলেন পরাগ।
