shono
Advertisement
Sfefali Jariwala

মৃত্যুর পরে প্রথম বিবাহবার্ষিকী, 'আমার জীবন আমার পরি', শেফালির স্মৃতিতে ডুব দিলেন পরাগ

এদিন কী লিখলেন ইনস্টাগ্রাম পোস্টে শেফালির উদ্দেশ্যে পরাগ?
Published By: Arani BhattacharyaPosted: 04:02 PM Aug 12, 2025Updated: 06:09 PM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পর প্রথম বিবাহবার্ষিকী। শেফালির স্মৃতিতে মন খারাপ স্বামী পরাগের। সোশাল মিডিয়ায় স্ত্রীর স্মৃতিচারণায় একটি পোস্ট করলেন পরাগ ত্যাগী। সেখানে দেখা যাচ্ছে শেফালি ও তাঁর একসঙ্গে কাটানো নানা ভালো মুহূর্ত। ভালোবাসার মানুষ পরী অর্থাৎ শেফালির সঙ্গে ১১তম বিবাহবার্ষিকী। এই দিনটা হতেই পারত প্রতিটা বিবাহবার্ষিকীর মতো রঙিন। কিন্তু তার আগেই বাধ সেধেছে নিয়তি। ২৭ জুন সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় 'কাঁটা লাগা' গার্ল।

Advertisement

এদিন কী লিখলেন ইনস্টাগ্রাম পোস্টে শেফালীর উদ্দেশ্যে পরাগ? তাঁর ও শেফালির বেশ কিছু অদেখা ছবি ও ভিডিওর একটি কোলাজ বানিয়ে এদিন পরাগ তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার ভালোবাসা, আমার জীবন আমার পরি। আজ থেকে ১৫ বছর আগে তোমার সঙ্গে আমার দেখা। আমি জানি তুমিই আমার জীবনে এক এবং অদ্বিতীয়। ১১ বছর আগে আজকের এই দিনেই আমাদের চারহাত এক হয়েছিল। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি তার থেকেও বেশি ভালোবাসা আমাকে দিয়েছ। আমার জীবনটা তুমিই সবদিক থেকে সুন্দর ও রঙিন করে তুলেছিলে। আমি আমাদের কাটানো সমস্ত স্মৃতিকে আমার মনের মণিকোঠায় বরাবরের মতো যত্নে রাখব।'

 

২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই হয়েছে জীবনের ছন্দপতন। আচমকা মডেল-অভিনেত্রী শেফালির মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর স্বামী পরাগ ত্যাগী। মডেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর পর কেটে গেল এক মাস। চোখের নিমেষে দিন কেটে গেলেও তাঁর স্বামী পরাগ ত্যাগী এখনও তাঁর প্রিয় পরীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত্যুর পর প্রথম বিবাহবার্ষিকী। শেফালির স্মৃতিতে মন খারাপ স্বামী পরাগের। সোশাল মিডিয়ায় স্ত্রীর স্মৃতিচারণায় একটি পোস্ট করলেন পরাগ ত্যাগী।
  • সেখানে দেখা যাচ্ছে শেফালি ও তাঁর একসঙ্গে কাটানো নানা ভালো মুহূর্ত। ভালোবাসার মানুষ পরী অর্থাৎ শেফালির সঙ্গে ১১তম বিবাহবার্ষিকী।
  • তাঁর ও শেফালির বেশ কিছু অদেখা ছবি ও ভিডিওর একটি কোলাজ বানিয়ে এদিন পরাগ তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার ভালোবাসা, আমার জীবন আমার পরি। আজ থেকে ১৫ বছর আগে তোমার সঙ্গে আমার দেখা।
Advertisement