shono
Advertisement
Parineeti Chopra

জন্মের একমাস পর ছেলের ছবি পোস্ট রাঘব-পরিণীতির, সন্তানের নাম কী রাখলেন?

ফুটফুটে একরত্তির ছবি দেখে মুগ্ধ নেটপাড়া।
Published By: Sulaya SinghaPosted: 01:28 PM Nov 19, 2025Updated: 02:15 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ অক্টোবর দিনটা রাঘব-পরিণীতির জীবনে যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ওই দিনই অভিনেত্রীর কোল আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। আর ঠিক তার একমাস পর ছেলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তারকা দম্পতি। শুধু তাই নয়, অনুরাগীদের কৌতূহল মিটিয়ে জানালেন সন্তানের নামও।

Advertisement

বুধবার নিজের ইনস্টাগ্রাম পেজে দু'টি ছবি পোস্ট করেন পরিণীতি। যার একটিকে দেখা যাচ্ছে, খুদের নরম, গোলাপি ছোট্ট দুই পায়ে চুমু খাচ্ছেন রাঘব ও পরিণীতি। পরের ছবিতে মা-বাবার হাতের তালুতে ধরা ফুটফুটে একরত্তির পায়ের পাতা জোড়া। না, তারকা যুগলের সন্তানের মুখ দেখার সুযোগ আপাতত হল না ভক্তদের, তবে এমন মিষ্টি ছবি মন কেড়েছে নেটভুবনের। ছবির সঙ্গে অভিনেত্রী উল্লেখ করেছেন সংস্কৃত শ্লোকের। লেখেন, ‘জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম- তত্র ইভ নীর।’ এরপরই জানিয়েছেন খুদের নাম। পরিণীতি লেখেন, ‘আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে জীবনের এক অনন্ত ফোঁটায় ৷ আমরা ওর নাম রেখেছি নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।’’ 

দম্পতি যে আপাতত খুদেকে নিয়ে 'পেরেন্টহুড' দারুণ কাটাচ্ছেন করছেন, তা তাঁদের এই পোস্ট থেকেই পরিষ্কার। ছবি পোস্টের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাঘব ও পরিণীতি। অনেকেই ছেলের নামের প্রশংসাও করেছেন।

প্রসঙ্গত, অগাস্ট মাসে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা জানিয়েছিলেন তাঁদের প্রথম সন্তান আসার কথা। এরপর গত ১৯ অক্টোবর দিওয়ালির শুভক্ষণে সুখবর দিয়েছিলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তারকাদম্পতির সংসারে আসে নতুন অতিথি। সন্তান হওয়ার সুখবর দিয়ে সোশাল মিডিয়া পোস্টে রাঘব-পরিণীতি লিখেছিলেন, ‘আমাদের এর আগের জীবনটা ঠিক কীরকম ছিল, সেটা আমরা আর মনে করতে পারছি না। আমাদের দু’বাহু ও হৃদয় দুটোই এখন পরিপূর্ণ। এর আগে আমরা একে-অপরের জন্য ছিলাম। এবার আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার নিজের ইনস্টাগ্রাম পেজে দু'টি ছবি পোস্ট করেন পরিণীতি।
  • যার একটিকে দেখা যাচ্ছে, খুদের নরম, গোলাপি ছোট্ট দুই পায়ে চুমু খাচ্ছেন রাঘব ও পরিণীতি।
  • পরের ছবিতে মা-বাবার হাতের তালুতে ধরা ফুটফুটে একরত্তির পায়ের পাতা জোড়া।
Advertisement