shono
Advertisement
PM Modi

'গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ছাবা', মারাঠা আবেগে শাণ দিয়ে ভিকির 'পিঠ চাপড়ে' দিলেন মোদি

‘ছাবা’ নিয়ে আবেগপ্রবণ মোদিও। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 08:35 PM Feb 21, 2025Updated: 08:35 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ছাবা’ (Chhaava)। প্রেমদিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিলিজের দিন কয়েকের মধ্যেই বিজয়রথ ছুটিয়েছে। মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে ২০০ কোটির উপর ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন, তো কেউ বা আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সবমিলিয়ে ‘ছাবা’ জ্বরে আক্রান্ত দেশের দর্শক-অনুরাগীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ‘ছাবা’কে।

Advertisement

‘ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল (Vicky Kaushal)। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিল ‘ছাবা’। এবার ভাষা দিবসে মারাঠা আবেগে শাণ দিয়ে ভিকি কৌশলের 'পিঠ চাপড়ে' দিলেন খোদ নরেন্দ্র মোদি।

'ছাবা' দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদতে কাঁদতে বেরচ্ছেন দর্শকরা। শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, "গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো 'ছাবা' নিয়ে গোটা দেশে চর্চা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।" প্রসঙ্গত, দেশের দুই রাজ্যে, মধ্যপ্রদেশ ও গোয়াতে করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে। সম্প্রতি ‘ছাবা’র প্রশংসা করে ফড়ণবিস জানিয়েছিলেন, “বহু দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। ইতিহাসকে বিকৃত না করে মারাঠা সাম্রাজ্যের গৌরবগাথাকে যে এভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি। যদিও আমার দেখা হয়নি সিনেমাটা, তবে লোকমুখে দারুণ রিভিউ শুনছি। ‘ছাবা’ ফিল্মটিকে আরও কীভাবে প্রচার করে পাশে থাকা যায়, যাতে আরও বেশি সংখ্য দর্শকরা এই ছবি দেখতে পান।”

প্রসঙ্গত, অ্যাডভান্স বুকিংয়ের হিড়িক দেখেই আভাস মিলেছিল যে ‘ছাবা’ পয়লা দিনেই ঝড় তুলে দেবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিকির ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় ‘ওপেনিং’ হতে চলেছে এই ছবি। সেই ভবিষ্যদ্বাণীই যে সত্যি হল, সেটা জানান দিচ্ছে বক্স অফিসের (Chhaava Box Office) রিপোর্ট। মাত্র ৬ দিনেই ২৫০ কোটির গণ্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলল ভিকি কৌশলের ‘ছাবা’। যা কিনা অভিনেতার ফিল্মি কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও ‘বড় ওপেনার’ হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ‘ছাবা’কে।
  • ভাষা দিবসে মারাঠা আবেগে শাণ দিয়ে ভিকি কৌশলের 'পিঠ চাপড়ে' দিলেন খোদ নরেন্দ্র মোদি।
Advertisement