বিশেষ সংবাদদাতা: নিজের প্রথম বাংলা ওয়েব সিরিজের কাজে হাত দিতে চলেছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত, এখনও পর্যন্ত খবর এমনটাই। প্রতিমের আগে বেশ কিছু সিনেমা ছাড়াও হিন্দিতে ‘টুথপরি’ওয়েব সিরিজ করেছিলেন তানিয়া মানেকতলা এবং শান্তনু মহেশ্বরীকে নিয়ে। তবে বাংলায় এই প্রথম, এবং সেটা হইচই প্ল্যাটফর্মের জন্য। বেশ কিছু দিন ধরেই আলাপ-আলোচনা চলছিল, অবশেষে নাকি চূড়ান্ত।
মুখ্য চরিত্রে সোহিনী সরকার, টোটা রায়চৌধুরি ও ঋতাভরী চক্রবর্তী। নারীকেন্দ্রিক গল্প, তবে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা। খুব সম্ভবত তাঁকে পুলিশের ভূমিকায় পাওয়া যাবে। প্রসঙ্গত টোটা-প্রতিমের শেষ রিলিজ ‘চালচিত্র : দ্য ফ্রেম ফেটাল’-এও ছিলেন অন্যতম প্রধান চরিত্রে, সেখানেও তাঁকে পুলিশের ভূমিকায় পাওয়া গিয়েছিল। এই সিরিজের সঙ্গে রহস্য-অপরাধের যোগ রয়েছে যতদূর জানা যাচ্ছে।
সোহিনী এর আগে প্রতিমের ‘রান্নাবাটি’-তে কাজ করেছেন, যে ছবি মুক্তির অপেক্ষায়। প্রতিমের কাজ মানেই সংবেদনশীল স্ক্রিপ্ট এবং যত্নের ছাপ স্পষ্ট। এবার দেখার বাংলা ওয়েব সিরিজে তিনি কী করেন। তবে মুখ্য চরিত্রে যাঁদের বেছে নিয়েছেন তাঁরা প্রত্যেকেই তুখড় অভিনেতা। খুব শীঘ্রই শুটিং শুরু। তবে এই বিষয়ে পরিচালককে ফোন করলে তিনি কিছু বলতে নারাজ।
