সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার সুবাদে বর্তমানে অবাধ বাকস্বাধীনতা উপভোগ করেন নেটিজেনরা। কখনও লাগামছাড়া, বেফাঁস কথা, আবার কখনও বা কুৎসিত মন্তব্য সোশাল দেওয়ালে লেপে দিয়ে যান অনেকে। আমজনতা তো কোন ছাড়, তারকাদেরও নিস্তার নেই সেসব থেকে। সেলেবদের উপর আরও বেশি করে আতসকাচ রাখা হয়! নেটিজেনদের এই অবাধ 'বাকলীলা' দেখে বেজায় বিরক্ত প্রীতি জিন্টা (Preity Zinta)। অতঃপর নেটিজেনদের পাঠ পড়াতেও পিছপা হলেন না তিনি।
আর নেটিজেনদের 'সবক' শেখানোর জন্য তিনিও 'ব্রহ্মাস্ত্র' হিসেবে বেছে নিলেন সেই সোশাল মিডিয়াকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে নেটপাড়াতেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন। প্রীতি জিন্টা লিখেছেন, "সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন? কেউ যদি একটি AI বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়। হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয়বাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাঁকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রাখে সকলের সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।"
এরপরই সেই পোস্টে প্রীতির সংযোজন, "এবার দয়া করে কেউ আমাকে্ জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি ওঁকে বিয়ে করেছি কারণ আমি ওঁকে ভালোবাসি। আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?" বিদেশী প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তাঁর পোস্টে অন্তত তেমন ইঙ্গিতই পাওয়া যায়। তবে প্রীতির এই পোস্ট কিন্তু দারুণ হিট। মনের কথা তুলে ধরার জন্য অনেকেই সমর্থন জানিয়েছেন অভিনেত্রীকে।
