shono
Advertisement

Breaking News

Nick-Priyanka

মঞ্চ থেকেই প্রিয়াঙ্কার ঠোঁটে নিকের চুমু, স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন 'দেশি গার্ল'

তারকা দম্পতির প্রেমের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Suparna MajumderPosted: 12:56 PM Sep 17, 2024Updated: 06:22 PM Sep 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রায় আধযুগ হতে চলল। এখনও প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের (Nick-Priyanka ) প্রেমের জোয়ারে ভাটা পড়েনি। তাই তো মঞ্চে গান গাইতে গিয়েই স্ত্রী প্রিয়াঙ্কাকে কাছে ডেকে নিলেন নিক। তার পর 'দেশি গার্ল'-এর ঠোঁটে দিলেন ভালোবাসার চুম্বন। তারকা দম্পতির ভালোবাসায় ভরা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

নিক-প্রিয়াঙ্কার ফ্রান্স সফরের ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম।

সোমবার ছিল নিকের জন্মদিন। এদিনই আবার লন্ডনে ছিল 'জোনাস ব্রাদার্স'-এর কনসার্ট। মেয়ে মালতীকে নিয়ে স্বামীর গান শুনতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। গানের মাঝেই স্ত্রীকে কাছে ডেকে নেন নিক।

সোশাল মিডিয়াতেও ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। নিককে সেরা স্বামী ও সেরা বাবার খেতাব দিয়েছেন প্রিয়াঙ্কা। 'তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করেছো', লিখেছেন তিনি।

মার্কিন পপতারকা নিক জোনাস। এক সময় মাইলি সাইরাসের সঙ্গে প্রেম করতেন তিনি। তার পর সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কে ছিলেন। অস্ট্রেলিয়ার গায়িকা ডেল্টা গুডরেম ও প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোকেও বেশ কিছুদিন ডেট করেছেন গায়ক। নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক শুরু হয় মেট গালার রেড কার্পেটে।

২০১৮ সালের জুলাই মাসে গ্রিসে বেড়াতে গিয়ে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। সেবছরের ডিসেম্বর মাসেই রাজকীয় বিয়ে আসর সেজে ওঠে রাজস্থানের উমেইদ ভবন প্রাসাদে। হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান লাভ করেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে সামলেই হলিউডে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ফ্লাওয়ার পরিচালিত 'দ্য ব্লাফ' সিনেমায়। আগস্ট মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। তার পরই নিক ও মালতীর সঙ্গে ফ্রান্স ঘুরতে গিয়েছিলেন তিনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঞ্চে গান গাইতে গিয়েই স্ত্রী প্রিয়াঙ্কাকে কাছে ডেকে নিলেন নিক।
  • তার পর 'দেশি গার্ল'-এর ঠোঁটে দিলেন ভালোবাসার চুম্বন।
Advertisement