shono
Advertisement

Breaking News

Kalki 2

'কল্কি ২' কি অভিশপ্ত? দীপিকার পর প্রভাসের ছবি করতে নারাজ প্রিয়াঙ্কাও! কেন?

Priyanka Chopra: হলিউড ফেরত 'গ্লোবাল আইকন' প্রিয়াঙ্কা ঠি কী কী শর্ত রেখেছেন নির্মাতাদের কাছে?
Published By: Sandipta BhanjaPosted: 11:30 AM Dec 06, 2025Updated: 01:41 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই সিনেদুনিয়ার অন্দরে কানাঘুষো, দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া 'কল্কি ২'র হাল ধরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও নির্মাতাদের মুখে এবিষয়ে কুলুপ! তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা ছাঁটাই হওয়ার পর নাকি ওই 'মেগাবাজেট চরিত্রে' অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে প্রিয়াঙ্কার কাছে। কিন্তু 'দেশি গার্ল'-এর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনকে কাস্ট করা কি এতই সহজ? হাড়ে হাড়ে টের পাচ্ছেন নির্মাতারা!

Advertisement

ছবি : এক্স হ্যান্ডেল

প্রিয়াঙ্কা চোপড়াও নাকি প্রযোজকদের কাছে বেশ কিছু শর্তাবলী রেখেছেন, যার সঙ্গে দীপিকার দাবিদাওয়ার সাযুজ্য রয়েছে। শোনা যাচ্ছে, মাতৃত্বের দায়িত্ব পালনের জন্য প্রিয়াঙ্কাও নাকি শুটিংয়ের সময়সীমা বেঁধে দিয়েছেন। আর পারিশ্রমিকের ব্যাপারে দীপিকাকে দশ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছেন। যদিও মেয়ে মালতীকে নিয়ে আউটডোর শুটিংয়ে যেতে আপত্তি নেই 'দেশি গার্ল'-এর, তবে পারিশ্রমিকের বিষয়টা নিয়ে বেগে পেতে হচ্ছে নির্মাতাদের। 'কল্কি'র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত 'সুমতী'র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতীর গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসান। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা। পরিবর্তে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'কিং'-এর শুটিং শুরু করেন। অতঃপর দীপিকাকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এইমুহূর্তের সবথেকে চর্চিত 'গ্লোবাল আইকন' প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এবার নাকি তিনিও বেঁকে বসেছেন 'কল্কি ২' নির্মাতাদের চাহিদায়!

ঠিক যে যে কারণে দীপিকার সঙ্গে নির্মাতাদের মনোমালিন্য হয়েছিল, সেরকমই কিছু ইস্যু এবার প্রিয়াঙ্কার ক্ষেত্রেও উত্থাপন হল। যদিও আগেই জানা গিয়েছিল যে, 'কল্কি ২'র প্রস্তাবে এখনই সই করছেন না প্রিয়াঙ্কা। কারণ এইমুহূর্তে তাঁর হাতে একগুচ্ছ সিনেমা রয়েছে। প্রিয়াঙ্কা বর্তমানে রাজামৌলির 'বারাণসী' সিনেমার কাজে ব্যস্ত। সেই ছবি দর্শকদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। সবদিক দেখে তবেই সই করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে এবার 'দেশি গার্ল'-এর সঙ্গেও নির্মাতার দর কষাকষি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নায়িকা এই মেগাবাজেট সিনেমা থেকে সরতে চাইছেন। তবে এই ডাকসাইটে চরিত্রে অভিনয়ের দৌঁড়ে নাকি রয়েছেন আলিয়া ভাট, সাই পল্লবী, অনুষ্কা শেট্টিরা। এবার দেখার 'কল্কি' সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে প্রভাসের বিপরীতে সুমতীর ভূমিকায় কাকে দেখা যায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক ধরেই সিনেদুনিয়ার অন্দরে কানাঘুষো, দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া 'কল্কি ২'র হাল ধরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
  • প্রিয়াঙ্কা চোপড়াও নাকি প্রযোজকদের কাছে বেশ কিছু শর্তাবলী রেখেছেন, যার সঙ্গে দীপিকার দাবিদাওয়ার সাযুজ্য রয়েছে।
  • এবার নাকি তিনিও বেঁকে বসেছেন 'কল্কি ২' নির্মাতাদের চাহিদায়!
Advertisement