shono
Advertisement
Priyanka Sarkar

অস্কারে অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে প্রিয়াঙ্কার হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'

কী জানালেন উচ্ছ্বসিত অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 04:35 PM Dec 26, 2024Updated: 04:35 PM Dec 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়। অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে 'দ্য জেব্রাজ'।

Advertisement

ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে 'দ্য জেব্রাজ'। উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানালেন, "আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গিয়েছে। এবং সেটা মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটা দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সকলের শুভকামনা কাম্য।"

অন্যদিকে পরিচালক অনীক চৌধুরী জানালেন, "দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল । এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যেকার বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'।
  • আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়।
  • মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে 'দ্য জেব্রাজ'।
Advertisement