shono
Advertisement
Prosenjit Chatterjee-Rituparna Sengupta

২৫ বছর পর পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'চোখ তুলে দেখো না' গানে তুমুল নাচ প্রসেনজিৎ-ঋতুপর্ণার

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' বাংলা ছবির জগতে এক মাইলস্টোন।
Published By: Arani BhattacharyaPosted: 09:06 PM May 31, 2025Updated: 09:06 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', বাংলা ছবির অন্যতম হিট। যা তৈরি করেছিল এক মাইলস্টোন। জামাইষষ্ঠীর প্রাক্কালে সেই নস্ট্যালজিয়াই ফিরে এল ফের প্রেক্ষাগৃহে। মাঝে কেটে গিয়েছে ২৫ বছর। টলিউডের হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার হিট ছবির রি-রিলিজ হল শুক্রবার। স্পেশাল শো-তে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা-সহ একঝাঁক তারকা। ছবির জনপ্রিয় 'চোখ তুলে দেখো না' গানে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

Advertisement

২০০০ সাল। বাংলা সিনেমার পর্দায় ঝড় তুলে দিয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বুম্বা-ঋতুর জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। উত্তম-সুচিত্রা পরবর্তী অধ্যায়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকার অর্জন করেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। ফলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটির নতুন করে প্রেক্ষাগৃহ সফর নিয়ে যে সিনেপোকাদের আলাদা উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ দু'দশক পেরিয়ে ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ গানটি আজও ততটাই দর্শক-শ্রোতাদের প্রিয়। সিনেমার রি রিলিজে নস্ট্যালজিক তারকা জুটি। বুম্বা-ঋতু দুজনেই ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে।

বাংলা ছবির ব্যবসায় জোয়ার এনেছিল সে সময়। হল উপচে পড়েছিল দেদার দর্শকের উন্মাদনায়। শুধু তাই নয়, এই ছবির পরে যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে টলিউডে 'প্রসেনজিৎ-ঋতুপর্ণা' জুটি। ২৫ বছর পরেও তাঁদের সেই ছবি স্বমহিমায়। রি-রিলিজে প্রমাণিত হল। দিনরাত এক করে ছবির শুটিং করেছিল গোটা টিম। আর কথায় বলে পরিশ্রমের ফল হাতেনাতে পাওয়া যায়। তাই বোধহয় এই ছবির ফল এতটা দীর্ঘমেয়াদী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামাইষষ্ঠীর প্রাক্কালে সেই নস্ট্যালজিয়াই ফিরে এল ফের প্রেক্ষাগৃহে। তার মাঝে কেটে গিয়েছে ২৫ বছর। টলিউডের হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার হিট ছবির রি-রিলিজ হল শুক্রবার।
  • উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অনামিকা সহ একঝাঁক তারকা।
  • ছবি রি-রিলিজ প্রিমিয়ারে ছবির সেই জনপ্রিয় 'চোখ তুলে দেখো না' গানে জমিয়ে নাচলেন টলিপাড়ার হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
Advertisement