shono
Advertisement

Breaking News

Bhool Chuk Maaf

শেষ মুহূর্তে হল মুক্তি বাতিল, আইনি বিপাকে টিম 'ভুলচুক মাফ'!

৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেই দাবি পিভিআরের।
Published By: Sayani SenPosted: 05:53 PM May 10, 2025Updated: 05:53 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ব্যবস্থাপনাই হয়ে গিয়েছিল। টিকিট বুকিংও হয়েছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতির জেরে একেবারে শেষ মুহূর্তে প্রেক্ষাগৃহে 'ভুলচুক মাফ' মুক্তির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। তার ফলে কমপক্ষে ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেই দাবি পিভিআরের। সূত্রের খবর, সে কারণে প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পিভিআরের সিইও কমল গিয়ানচন্দানি একথা নিশ্চিত করেন। পালটা ম্যাডক ফিল্মসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

গত ৮ মে, ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং আমাজন এমজিএম স্টুডিওসের যৌথ সিদ্ধান্তে ‘ভুলচুক মাফ’ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগামী ১৬ মে আমাজন প্রাইমে বিশ্বজুড়ে মুক্তি পাবে। আমরা সকলেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। তবে দেশের পরিস্থিতি সকলের আগে। জয় হিন্দ।” বলে রাখা ভালো, ছবিটি গত ৯ মে অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।

‘ভুলচুক মাফ’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বিকে। বারাণসীতে হয়েছে ছবির শুটিং। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ওয়ামিকা তিতলি। দু’জনের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। রঞ্জন বিয়ের জন্য উৎসুক। তবে রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময়চক্রে আটকে গিয়েছে। যার ফলে প্রতিদিন তাঁর জীবনে একই ঘটনা ঘটছে। তবে এই সমস্যার কথা রঞ্জন কাউকে বলতে পারছে না। এই গল্পের ধারায় এগোবে ছবির প্লট। শেষমেশ রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কী হল, তা জানা যাবে ছবি মুক্তির পর। বাড়িতে বসে অনুরাগীরা ছবিটি দেখে মুগ্ধ হবেন বলেই আশা ‘ভুলচুক মাফ’ টিমের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ মুহূর্তে হল মুক্তি বাতিল।
  • আইনি বিপাকে টিম 'ভুলচুক মাফ'!
  • ছবিটি গত ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।
Advertisement