shono
Advertisement
R Madhavan

ঐশ্বর্য-সলমনের পর মাধবন, ব্যক্তি অধিকার রক্ষার্থে আদালতের দ্বারস্থ অভিনেতা

এবার ডিপফেকের শিকার মাধবন।
Published By: Arani BhattacharyaPosted: 11:40 AM Dec 24, 2025Updated: 03:15 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়া তারকাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। সলমন খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই-সহ আরও অনেকের সঙ্গে এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা আর মাধবন (R Madhavan)। সোমবার নিজের ব্যক্তি অধিকার রক্ষারথের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। বিভিন্ন ওয়েবসাইট ও সোশাল মিডিয়া হ্যান্ডেলে মাধবনের ছবি ব্যবহারে রাশ টানতেই এবার পদক্ষেপ করল দিল্লি আদালত। অভিনেতার ছবি, ভিডিও ব্যবহারকারী ওয়েবসাইটগুলিকে অবিলম্বে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি আদালতের তরফে।

Advertisement

ঠিক কী ঘটেছিল সোশাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে? জানা যাচ্ছে, ডিপফেকের শিকার হয়েছিলেন মাধবন। অভিনেতার নাম ব্যবহার করে তৈরি হয়েছিল একাধিক বিজ্ঞাপন। এমনকী তাঁর ছবি ব্যবহার করে 'কেশরী ৩' ও 'শয়তান ২' ছবির ট্রেলার ব্যবহার করা হয়েছিল। অভিনেতার আইনজীবীর তরফে জানান হয়েছে এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন মাধবন। এবার সেই বিষয়েই পদক্ষেপ করলেন অভিনেতা। আদালতের তরফে বলা হয়েছে, এআই দ্বারা নির্মিত বিভিন্ন কনটেন্ট এই মুহূর্তে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তা ফের পরবর্তীতে হওয়ার সম্ভবনা থেকেই যায়। ২০২৬ সালের মে মাসে এই মামলার শুনানি হবে বলেই আদালতের তরফে জানানো হয়েছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, কোনও ওয়েবসাইট কিংবা বিজ্ঞাপনে যেন তাঁর ছবি বিনা অনুমতিতে কেউ যাতে ব্যবহার না করতে পারেন, সেই আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বচ্চন। গ্ল্যামার দুনিয়ার তারকাদের প্রায়শই ডিপফেক-এর শিকার হতে হয়। অভিষেক-ঐশ্বর্যও সেই তালিকার ব্যতিক্রম নন। অভিনেতার দাবি, তাঁদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হচ্ছে। যার ফলে ভাবমূর্তি নষ্ট হয় তারকাদের। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই কারণেই আইনি পদক্ষেপ করেছেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনেতার নাম ব্যবহার করে তৈরি হয়েছিল একাধিক বিজ্ঞাপন।
  • এমনকী তাঁর ছবি ব্যবহার করে 'কেশরী ৩' ও 'শয়তান ২' ছবির ট্রেলার ব্যবহার করা হয়েছিল।
  • অভিনেতার আইনজীবীর তরফে জানান হয়েছে এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন মাধবন।
Advertisement