সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফির শুরুর দিনেই রেকর্ডের ছড়াছড়ি। ‘বিস্ময় প্রতিভা’ নজির গড়ে বৈভব সূর্যবংশী করল ৩৬ বলে সেঞ্চুরি। একই ম্যাচে ১৪ বছরের ব্যাটারকে ছাপিয়ে গেলেন তারই অধিনায়ক সাকিবুল গনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করলেন তিনি। সেঞ্চুরি হাঁকালেন আয়ুষ আনন্দ লোহারুকাও। সব মিলিয়ে বুধবার বিহার রেকর্ড গড়ে তুলল অরুণাচলের বিরুদ্ধে ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান।
রাঁচিতে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। আর শুরুতেই বৈভব-ঝড়। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করল সে। যার মধ্যে আছে ১০টি চার ও ৮টি ছয়। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। তবে অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল তার। শেষ পর্যন্ত সে আউট হয় ১৯০ রানে। ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই তার রান ওঠে ১৫৪।
এর প্রায় আড়াই ঘণ্টা পর নয়া নজির গড়েন সাকিবুল। তিনি ভেঙে দিলেন বিহারের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির। তিনি করলেন ৪০ বলে ১২৮। তাঁর ইনিংস সাজানো ১০ চার এবং ১২ ছক্কায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির রয়ে গিয়েছে বৈভবের। আয়ুষ করেন ৫৬ বলে ১১৬। তিন ব্যাটারের সেঞ্চুরির সৌজন্যে বিহার তোলে ৫৭৪। ঘরোয়া এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে (লিস্ট 'এ' ক্রিকেট) এটিই সর্বাধিক রানের ইনিংসের বিশ্বরেকর্ড।
সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। ২০২২ সালে এই অরুণাচলের বিরুদ্ধেই তামিলনাড়ু তুলেছিল ২ উইকেটে ৫০৬। তিনে রয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে আমস্টেলভিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা করেছিল ৪ উইকেটে ৪৯৮ রান। আরও একটি নজির হল, বিহারের ব্যাটাররা সব মিলিয়ে এদিন ৩৮টি ছক্কা হাঁকিয়েছেন। তবে বুধবারই অবশ্য ভেঙে যেতে পারত বিহারের অধিনায়কের রেকর্ড। ভারতীয় দলে ফেরা ঈশান কিষান করেন ৩৩ বলে সেঞ্চুরি। ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান সেঞ্চুরি হাঁকিয়েছেন ময়ঙ্ক আগরওয়ালের দল কর্নাটকের বিরুদ্ধে।
