সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক আলোচনাসভায় এসে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে 'ঈশ্বরের থেকে অনেক ভালো' এমন সোজাসাপ্টা মন্তব্য করেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। বরাবর গেরুয়া শিবিরের বিরোধী জাভেদ আখতারের মুখে এহেন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। ঠিক কী কারণে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন উক্তি করলেম জাভেদ আখতার?
সম্প্রতি দিল্লিতে এক আলোচনাসভায় জাভেদ আখতার ইসলামি পণ্ডিত মুফতি শামিল নাদভির সঙ্গে একটি আলাপচারিতায় আসেন। আর সেখানেই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে দুই পক্ষের আলোচনা হয়। পরবর্তীতে যা রীতিমতো তর্ক হয় দু'জনের। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে জাভেদ আখতার বলেন, 'আদৌ কি ঈশ্বর রয়েছে? যদি সত্যিই ঈশ্বর থাকতেন তাহলে কি এত মানুষ কষ্টের মধ্যে দিয়ে যেতেন? এৎ শিশু মারা যেত গাজায়?'
একইসঙ্গে তিনি বলেন, 'যদি সত্যিই ঈশ্বর থাকতেন তাহলে কি প্যালেস্টাইনে এত মানুষ মারা যেতেন? তাঁর অস্তিত্ব যদি সত্যিই থাকে তাহলে এত শিশুদের কষ্ট কেন? আপনি নিশ্চয়ই সবটা জানেন এবং দেখেছেন? তারপরেও আপনি কীভাবে ভাবছেন আমি ঈশ্বরের উপর ভরসা রাখব? তার থেকে তো আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো। উনি আমাদের খেয়ালটুকু তো রাখেন।' ব্যস, জাভেদ আখতারের এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন এই মন্তব্য তিনি ব্যঙ্গাত্বকভাবেই করেছেন। টানা দুঘণ্টা ধরে চলা এই আলোচনাসভাতে দুপক্ষই সমানভাবে নিজেদের মতামত জানিয়েছিলেন।
