shono
Advertisement
R Madhavan

প্রবল বর্ষণে বাতিল বিমান, লেহ-তে আটকে কোন দিনগুলোর কথা মনে পড়ছে মাধবনের?

ইনস্টাগ্রামে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা।
Published By: Arani BhattacharyaPosted: 01:37 PM Aug 28, 2025Updated: 02:30 PM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণে বাতিল হয়েছে বিমান। লেহ-তে আটকে পড়েছেন আর মাধবন। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা। একইসঙ্গে জানিয়েছেন ২০০৮ সালে 'থ্রি ইডিয়টস' ছবির শুটিংয়ে এসেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি।

Advertisement

হোটেলের ঘরের জানলা দিয়ে দেখতে পাওয়া বর্ষণমুখর আবহাওয়ার ছবি ক্যামেরাবন্দি করেছেন। ২০০৮ সালে 'থ্রি ইডিয়টস' ছবির শুটিংয়ের স্মৃতি উসকে মাধবন স্মৃতির পাতায় ডুব দিয়ে জানান, "তখন আগস্ট মাসের শেষ। তখন লাদাখের পাহাড়চূড়ায় বরফ জমতে শুরু করেছিল। আর সেই কারণেই আমাদের 'থ্রি ইডিয়টস' ছবির শুটিং স্থগিত হয়েছিল। আর এই মুহূর্তে লেহ-তে প্রবল বৃষ্টি হচ্ছে। গত চারদিন ধরে বৃষ্টির জন্য আটকে পড়েছি। প্রবল বৃষ্টির কারণেই বিমান বাতিল হয়েছে। কোনও বিমান নেই এখন। ঘরে আটকে পড়েছি প্রকৃতির রোষের কারণে। আসলে আমি যখনই এখানে শুটিং করতে আসি তখনই প্রকৃতির এমন রূপ দেখি।" 

একইসঙ্গে জানিয়েছেন, "আমি এখানে যখন শেষ ২০০৮ সালে এসেছিলাম 'থ্রি ইডিয়ট ছবির শুটিংয়ে। তখনও আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তবে কারণটা ভিন্ন। তখন চারিদিক বরফে ঢাকা ছিল আর এখন বৃষ্টি। তবে প্রকৃতি সবসময়ই এখানে অসম্ভব সুন্দর। আশা করছি খুব তাড়াতাড়ি আকাশ পরিষ্কার হয়ে গিয়ে আবহাওয়া ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ফিরতে পারব। তবে এমন রূপ দেখতেও মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে। ১৭ বছর পর ফের এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে পারলাম।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবল বর্ষণে বাতিল হয়েছে বিমান। লেহ-তে আটকে পরেছেন অভিনেতা আর মাধবন।
  • হোটেলের ঘরের জানলা দিয়ে দেখতে পাওয়া বর্ষণমুখর আবহাওয়ার ছবি ক্যামেরাবন্দি করেছেন।
  • একইসঙ্গে জানিয়েছেন ২০০৮ সালে 'থ্রি ইডিয়টস' ছবির শুটিংয়ে এসেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি।
Advertisement