shono
Advertisement

Breaking News

Rachana Banerjee

'দিদি নম্বর ওয়ান' এবার ম্যাচমেকার! মনের মতো সঙ্গীর খোঁজে এবার রচনার দরবারে পাত্র-পাত্রীরা

রচনার 'সাজেশনে'ই হবে মুশকিল আসান?
Published By: Sandipta BhanjaPosted: 07:52 PM Apr 21, 2025Updated: 07:52 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শক-অনুরাগীদের কাছে তিনি 'দিদি নম্বর ওয়ান'। শহর থেকে বাংলার প্রত্যন্ত অঞ্চল, দক্ষ সঞ্চালনার জোরে টেলিদর্শকদের অন্দরমহলে 'সুপারহিট' রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কাছে তিনি মুসকিল আসান! কারণ বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মহিলারা 'দিদি'র দরবারে এসে নিজের জীবন সংগ্রামের মুহূর্ত শেয়ার করে আরও অন্য অনেক নারীর অনুপ্রেরণা হয়ে ওঠেন। যাঁর 'অনুঘটক' নিঃসন্দেহে রচনা। তাঁর সঞ্চালিত 'দিদি নম্বর ওয়ান'-এর আসরে নতুন করে পরিচিতি খুঁজে পান মহিলারা। এবার মনের মতো সঙ্গী খুঁজতে সেই 'দিদি'র দরবারেই ভিড় জমালেন পাত্র-পাত্রীরা।

Advertisement

'সামনেই বিয়ে? নো টেনশন! আছে তো আপনার পাশে দিদি নম্বর ওয়ান...', সদ্য এমন মর্মেই রিয়ালিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে বিবাহযোগ্য পাত্রী-পাত্রীরা তাঁদের মা-বাবার সঙ্গে মঞ্চে হাজির হয়েছেন যোগ্য সঙ্গী খোঁজে। রচনার প্রশ্নের উত্তরে একে-একে তাঁরা সকলেই হবু বর-কনের যোগ্যতার মাপকাঠি জানিয়ে দিচ্ছেন। আর কথোপকথন প্রসঙ্গেই মা-বাবা কিংবা পাত্র-পাত্রীদের মুখে সঙ্গীর 'ক্রাইটেরিয়া'র কথা শুনে পালটা রসিকতা করতে ছাড়েননি সঞ্চালিকা তথা অভিনেত্রী। আসলে সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে 'পাত্র-পাত্রী স্পেশাল' পর্ব আসতে চলেছে। আর সেই সুবাদেই রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ান'-এর দরবারে এবার 'রাজসূয় যজ্ঞ'। প্রোমোতে নির্মাতারাই বলে দিলেন, "পাত্রপাত্রীর খোঁজে হয়রান, দিদির কাছে আছে তার সুলুক সন্ধান...।" 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে অংশ নিতে আসা প্রতিযোগীরা কি রচনার 'সাজেশনে' খুঁজে পাবেন মনের মতো সঙ্গীদের? জানতে হলে, চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

বাংলা হোক কিংবা ওড়িয়া সিনেদুনিয়া, একসময় রাজত্ব করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথমসারির সব অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এমনকী অমিতাভ বচ্চনের বিপরীতেও বলিউডে 'সূরিয়াবংশম' ছবিতে অভিনয় করেছেন। তারপর এক দশকেরও বেশি সময় ধরে 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালক হিসেবে টেলিদুনিয়ায় রাজপাট বহাল রেখেছেন। গত চব্বিশের লোকসভা অনুষ্ঠানে রাজনৈতিক ইনিংস শুরু করেছেন। রাজনীতিতে পা রেখেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। হুগলির উন্নয়নের গুরুদায়িত্বও তাঁর কাঁধে। প্রথমবার রাজনীতির ময়দানে এলেও হাবেভাবে ‘দিদি নম্বর ওয়ান’ বুঝিয়ে দিয়েছেন তিনি হুগলির মানুষের কতটা আপন। তবে রাজনৈতিক কর্তব্য পালনের পাশাপাশি তাঁর রিয়ালিটি শোয়ের সঞ্চালনায় কোনওরকম ভাঁটা পড়েনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দিদি নম্বর ওয়ান'-এর আসরে নতুন করে পরিচিতি খুঁজে পান মহিলারা।
  • এবার মনের মতো সঙ্গী খুঁজতে সেই 'দিদি'র দরবারেই ভিড় জমালেন পাত্র-পাত্রীরা।
  • 'সামনেই বিয়ে? নো টেনশন! আছে তো আপনার পাশে দিদি নম্বর ওয়ান...', সদ্য এমন মর্মেই রিয়ালিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে।
Advertisement