শুটিং ফ্লোরের বদলে ব্যাট হাতে ময়দানে পুরোদস্তুর ক্রিকেটারের ভূমিকায় টলিপাড়ার তারকারা। তাঁদের অংশগ্রহণে আলাদা মাত্রা পায় 'রয়্যাল বেঙ্গল কাপ'। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবার খেলা চলাকালীন হঠাৎই এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। রবিবার রয়্যাল বেঙ্গল কাপ টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎই মেজাজ হারান অভিনেতা রাহুল মজুমদার।
সূত্রের খবর, এদিন প্রতিপক্ষ দল ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান রাহুল।সঙ্গে ছিলেন অভিনেতা বনি সেনগুপ্তও। ঠিক কী ঘটেছিল এদিন তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল বনির সঙ্গে। ফোনের ওপার থেকে বনি জানান, "সেরকম কোনও বড় ঘটনা নয়। আসলে খেলার মাঠে যেমনটা হয়ে থাকে তাইই হয়েছে। খেলার মাঠে হঠাৎই এই ম্যাচের আম্পায়ারের সঙ্গে রাহুলের কথা কাটাকাটি হয়। তাঁর কিছু কথায় রাহুল বাগবিতণ্ডায় জড়ালেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়। এই নিয়ে কোনও বড় ইস্যু আর হয়নি।" উল্লেখ্য, বিগত চার বছর ধরে আয়োজিত হচ্ছে তারকাদের নিয়ে এই বিশেষ ম্যাচ। প্রতিবছর এই ম্যাচে তারকাদের উপস্থিতি ও অংশগ্রহণ থাকে রীতিমতো নজর কাড়া। এবারেও তার অন্যথা হয়নি। ৯ জানুয়ারি থেকে চলা এই ম্যাচের রবিবারই ছিল শেষ দিন। বলে রাখা ভালো বনি, রাহুল ও অভিনেতা সৌরভ দাস একই টিমের সদস্য।
বলে রাখা ভালো, এই শীতে মুক্তি পাবে বনির নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। উইন্ডোজের ছবিতে এই প্রথম অভিনয় করছেন বনির। ছবিতে তাঁকে দেখা যাবে স্বস্তিকা দত্তর বিপরীতে। যদিও ছবি মুক্তির আগেই এই ছবির গান ইতিমধ্যেই হিট। অন্যদিকে ধারাবাহিকের অতি পরিচিত মুখ রাহুল মজুমদার। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক শেষ হওয়ার পর ফের তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিকে।
