সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে তিনি সূর্যকুমার যাদবের 'গোপন কথা' ফাঁস করছিলেন। কখনও বলছিলেন, তাঁকে নাকি গভীর রাতে মেসেজ করতেন ভারতের টি-২০ অধিনায়ক। তাঁদের রোম্যান্টিক সম্পর্ক ছিল কিনা তা নিয়েও ইঙ্গিতবাহী মন্তব্য করতেন খুশি। এবার যাবতীয় ঘটনা নিয়ে আইনি বিপাকে পড়লেন তিনি। ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হল খুশির বিরুদ্ধে।
সূত্রের খবর, সূর্যর ছেলেবেলার শহর গাজিয়াবাদ থেকে মামলা দায়ের হয়েছে খুশির বিরুদ্ধে। ফয়জান আনসারি নামে ওই ব্যক্তি ১০০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে দাবি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব খুশিকে গ্রেপ্তার করা হোক। কারণ সূর্যর সুনাম এবং ভাবমূর্তি নষ্ট করতে চেয়ে মিথ্যে অভিযোগ আনছেন বলিউডের বোল্ড অভিনেত্রী। তবে এই মামলা নিয়ে খুশি বা সূর্য কেউই মুখ খোলেননি।
তবে মামলা দায়েরের দিনেই হইচই ফেলে দিয়েছে খুশির নতুন ফেসবুক ভিডিও। রবিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “ওরা প্রচণ্ড শক্তিশালী। আমায় বাঁচতে দেবে না।" তাঁর দাবি, কালোজাদু করা হচ্ছে তাঁর উপরে। সারা গায়ে আঁচড়ের দাগ পড়ছে। কখনও গভীর রাতে উড়ো ফোন, কখনও দরজায় জোরে জোরে আঘাত-সবমিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলে দাবি করেছেন খুশি। প্রাণ সংশয়ে ভুগছেন বলেও জানিয়েছেন বলি অভিনেত্রী।
উল্লেখ্য, ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও খুশি পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। মাস কয়েক আগেই প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা এক পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন। গোপনাঙ্গ প্রায় প্রকাশ্যে আসার পর থেকেই বেশ চর্চায় থাকেন খুশি। তবে গত কয়েকদিনে ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছিলেন। বলেছিলেন, অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব যেমন একসময় আমাকে খুব মেসেজ করত। এখন আমাদের খুব বেশি কথা হয় না।" সেই মন্তব্য ঘিরেই এবার আইনি বিপাকে খুশি।
