সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের ধরেই চর্চায় সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। আত্মহত্যার চেষ্টার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে সোশাল মিডিয়ায়। এসবের মাঝেই প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। দুই যুবক ফেসবুক লাইভে দাবি করলেন, দেবলীনা নন্দীর ফেসবুক পেজ দীর্ঘদিন হ্যান্ডেল করেছেন তাঁরা। ভিডিও এডিটও করেছেন। কিন্তু কাজ ছাড়ার পর দেড়বছর পেরলেও বকেয়া টাকা দেননি শিল্পী। বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। কমেন্টে বক্সে কেউ দেবলীনাকে কটাক্ষ করেছেন। কেউ আবার অভিযোগকারীদের প্রশ্ন করেছেন, "এতদিন কেন বলেননি?"
সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা নন্দী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এরই মাঝে শনিবার বিকেলে ফেসবুক লাইভ করেন নীল ও রিভু নামে দুই যুবক। তাঁদের দাবি, দীর্ঘদিন দেবলীনার ফেসবুক পেজ হ্যান্ডেল করেছেন তাঁরা। শিল্পীর ৭০ হাজার থেকে ১.২ মিলিয়ান ফলোয়ার হয়েছে তাঁদের হাত ধরেই। কিছু মিউজিক ভিডিওর কাজও করেছেন তাঁরা। তারপর পেরিয়েছে দেড়বছর। কাজ ছাড়ার পর নাকি একাধিকবার বকেয়া টাকা চেয়েছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁদের দাবি, বহুবার ফোনে দেবলীনার মায়ের সঙ্গে কথা হয়েছে। তবে তিনি নাকি বারবার জানিয়েছেন, মেয়ে অসু্স্থ, হাসপাতালে ভর্তি।
এই ফেসবুক লাইভকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়। কয়েকঘণ্টার ব্যবধানে লাইভটি ডিলিট করে নতুন একটি ভিডিও পোস্ট করেন অভিযোগকারীরা। তাঁরা জানান, আগের ভিডিওটি আপলোড করার পরই নাকি দেবলীনা নিজে ফোন করেন তাঁদের যাবতীয় যা বকেয়া ছিল তিনি তা মিটিয়ে দিয়েছেন। যদিও এবিষয়ে মুখ খোলেননি গায়িকা।
