shono
Advertisement

Breaking News

Raj Chakraborty

ঝড় তুলবে ' আবার প্রলয় ২', শুটিং শুরু করেই আভাস দিলেন রাজ

প্রথম সিজনে সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনাকেই তুলে ধরেছিলেন রাজ।
Published By: Arani BhattacharyaPosted: 03:49 PM Nov 11, 2025Updated: 05:19 PM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় আগে থেকে গুঞ্জন ছিলই, মঙ্গল সকালে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ফের ওটিটি মাধ্যমে 'প্রলয়' সৃষ্টি করবে পরিচালকের প্রথম সিরিজের দ্বিতীয় সিজন 'আবার প্রলয় ২',। এদিন সোশাল মিডিয়ায় এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ নিজে। উল্লেখ্য, সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনাকেই প্রথম সিজনে তুলে ধরেছিলেন রাজ। এবার নতুন সিজনে কোন ঘটনাকে নিয়ে আসবেন রাজ সেই কৌতূহল থেকেই যাচ্ছে। নতুন নাকি পুরনো গল্পকেই নতুন মোড়কে পরিবেশন করবেন তিনি তা যদিও খোলসা করেননি একেবারেই।

Advertisement

এদিন ঈশ্বরকে সাক্ষী রেখে, ক্ল্যাপস্টিক হাতে নিয়ে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, 'আরও একবার উঠতে চলেছে প্রলয়ের ঝড় !', যা থেকে ধারনা করা যাচ্ছে দ্বিতীয় সিজনে কয়েকগুণ চমক দেবেন দর্শককে রাজ। সেই পোস্টে কমেন্ট করেছেন রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'সবাই তৈরি তো? জয় বড় মা'। এছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রী রাজের ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক যুগ আগে বরুণ বিশ্বাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে বড়পর্দায় গল্প বুনেছিলেন রাজ। ছবিতে ইন্সপেক্টর অনিমেষ দত্তর চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ওটিটি মাধ্যমে রাজ যখন সিরিজ তৈরি করলেন তখনও অনিমেষ দত্তের চরিত্রে ধারাবাহিকতা বজায় রেখে দর্শককে রীতিমতো চমকে দিয়েছিলেন ইন্সপেক্টর চরিত্রে শাশ্বত। শোনা যাচ্ছে, ছবি ও প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনেও একই চরিত্রে নাকি দেখাব যাবে শাশ্বতকে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এই সিজনে দেখা যাবে লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য প্রমুখকে। যদিও নতুন সিরিজের শুটিং শুরু করলেও তা কবে নাগাদ মুক্তি পাবে এই নিয়ে এখনও কিছু জানাননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টলিপাড়ায় আগে থেকে গুঞ্জন ছিলই, মঙ্গল সকালে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
  • ফের ওটিটি মাধ্যমে 'প্রলয়' সৃষ্টি করবে পরিচালকের প্রথম সিরিজের দ্বিতীয় সিজন 'আবার প্রলয় ২'।
  • এদিন সোশাল মিডিয়ায় এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ নিজে।
Advertisement