সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ার জনপ্রিয় পরিচালক রামগোপাল বর্মা। তবে শুধুই জনপ্রিয়ই নন, তিনি বিতর্কিতও বটে। বারবার নানা মন্তব্য করে উঠে এসেছেন বিতর্কের শিরোনামে। কখনও ইন্ডাস্ট্রি নিয়ে কখনও আবার বিভিন্ন নায়িকাকে কুমন্তব্য করে উঠে এসেছেন চর্চায়। যদিও তাঁর নারী সংসর্গের কথা সর্বজনবিদিত। উর্মিলা মাতন্ডকরের সঙ্গেও নাম জড়িয়েছে তাঁর। এবার সেই নিয়েই মুখ খুললেন স্বয়ং রামগোপাল বর্মা।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময়ে রামগোপাল বর্মা এই নিয়ে বলেন, "আমার মনে হয় উর্মিলা একজন 'ভার্সাটাইল' অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর সম্পর্ক তততাই ছিল যতটা পেশাদারিত্বের জন্য প্রয়োজন। এই নিয়ে আজও কেন এত গুঞ্জন হয় আমি জানি না। তাঁর অভিনয় দক্ষতার জন্যই তিনি আমার পছন্দের অভিনেত্রীর তালিকায় ছিলেন। আমি আমার অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। কিন্তু সেই নিয়ে কেউ কোনও আলোচনা করেন না। আজকাল সবটাই ইন্টারনেটে ভাইরাল হওয়ার উপর নির্ভর করে।"
পরিচালকের ছবির বহু নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। এর মধ্যে রয়েছেন নিশা কোঠারি থেকে অন্তরা মালি। তবে যে নায়িকার সঙ্গে সবথেকে বেশি তাঁকে নিয়ে নানা গুঞ্জন দানা বেঁধেছে তিনি হলেন উর্মিলা মাতন্ডকর। বলিউডে নায়িকা হিসেবে উর্মিলার জনপ্রিয়তা বেশি থাকার কারণেই হয়তো এই নিয়ে সবথেকে বেশি গুঞ্জন দানা বেধেছে। সাম্প্রতিক কালে শ্রীদেবীকে 'বজ্রউরু' সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন রামগোপাল।
