shono
Advertisement
Raj Chakraborty-Subhasree Ganguly

মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলায় শুভশ্রীকে কুকথা, টিটাগড় থানায় FIR রাজের

রবিবার স্ত্রীর পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন রাজ।
Published By: Sayani SenPosted: 12:03 PM Dec 15, 2025Updated: 12:31 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে তুঙ্গে উত্তেজনা। কে দায়ী, তা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। তারই মাঝে ফুটবল তারকার পাশে দাঁড়িয়ে ছবি তোলায় লাগাতার কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার সোশাল মিডিয়ায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন রাজ। রাতে তিনি পুলিশের দ্বারস্থ হন। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তারকা বিধায়ক।

Advertisement

রাজ অবশ্য শুভশ্রীর সমালোচকদের নেপথ্যে রাজনীতির কারবারিদের কলকাঠি নাড়ানোর আভাস পাচ্ছেন। তিনি বলেন, "একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তাঁর শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।" যারা সোশাল মিডিয়ায় কিংবা পথেঘাটে মহিলাদের অসম্মান করে, তাঁদের বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ। তিনি বলেন, "আমার পরিবারের কেউ বলে নন। যারা মহিলাদের কুইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘেন্না করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি মহিলাদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দু'টোই তুলে নিতে পারি।"

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তখন মেসিভক্তদের ভিড়। তারই মাঝে অনুষ্ঠান মঞ্চে ফুটবল তারকার পাশে দেখা যায় 'লেডি সুপারস্টার' শুভশ্রীকে। তারপর অবশ্য গোটা অনুষ্ঠানস্থলের চেহারাই যেন বদলে যায়। তবে তারপরেও মেসির পাশে দাঁড়িয়ে তোলা ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। আর তা-ই যেন তাঁর 'অপরাধ'। সোশাল মিডিয়ায় ধেয়ে আসতে শুরু করেছে একের পর এক বাক্যবাণ। সমালোচকরা শুভশ্রীর শারীরিক গঠন নিয়েও মন্তব্য করতে ছাড়েননি।

তাতেই রুখে দাঁড়ান রাজ। রবিবারই সোশাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাব দেন তারকা বিধায়ক। দীর্ঘ সোশাল মিডিয়া পোস্টে একের পর এক পালটা প্রশ্ন তুলেছেন রাজ। বাংলা ছবির নায়িকা বলেই কি তাঁকে সহজে আক্রমণ করা যায়, এই প্রশ্নও তোলেন তিনি। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের দ্বারস্থ রাজ। অবশ্য এই বিষয়ে এখনও শুভশ্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলায় শুভশ্রীকে কুকথা।
  • টিটাগড় থানায় FIR রাজ চক্রবর্তীর।
  • তার আগে রবিবার স্ত্রীর পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন রাজ।
Advertisement