সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) হিন্দি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই একটা কৌতূহল রয়েছে। কারণ পরিচালকের এই সিরিজের প্রেক্ষাপট তাঁর বহুল প্রশংসিত বাংলা ছবি 'পরিণীতা'। যে ছবির হাত ধরে দক্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আবিষ্কার করেছিল বাংলা সিনেইন্ডাস্ট্রি। তবে এটা রিমেক ঠিক নয়। বরং সিরিজের গল্প শুরু হয়েছে সেখান থেকে, যেখানে বাবাইদার মৃত্যুর প্রতিশোধ নেবে মেহুল। অর্থাৎ, ছবিটা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই হিন্দি সিরিজের গল্প শুরু হয়েছে।
সম্প্রতি হিন্দি সিরিজ 'পরিণীতা'র কাজ শুরু করেছেন রাজ চক্রবর্তী। বর্তমানে যার শুটিং হচ্ছে দক্ষিণ কলকাতার এক বনেদি বাড়িতে। কোন তারকারা রয়েছেন সেটে? জানা গিয়েছে, লাবণী সরকার, অনন্যা সেন, প্রীতি সরকারদের নিয়ে 'পরিণীতা'র শুটিং শুরু করেছেন রাজ। সেটে পরিচালক একেবারে শশব্যস্ত। হাজার হোক, প্রথম হিন্দি ওয়েব সিরিজের শুটিং বলে কথা, খুঁটিনাটি সবদিকে নজর রয়েছে তাঁর। রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজে মেহুল কিংবা বাবাইদা কে হচ্ছেন? আগেভাগেই সেটা জানা গিয়েছিল এখানে মেহুলের ভূমিকায় অর্থাৎ শুভশ্রীর জুতোতে পা গলাচ্ছেন অদিতি পোহাঙ্কর। তিনিও এইমুহূর্তে কলকাতাতেই রয়েছেন 'পরিণীতা'র শুটের জন্য। বাবাইদার ভূমিকায় ঋত্বিক চক্রবর্তীর পরিবর্তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। মেহুলের দুই বান্ধবী হিসেবে রয়েছেন প্রীতি এবং অনন্যা। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন সুমিত ব্যস। তুলিকা বসুর পরিবর্তে মেহুলের মায়ের ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে।
জানা গেল, কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে শৈলশহর দার্জিলিংকেও। গত জুলাই মাসেই গঙ্গার ঘাটে 'পরিণীতা'র ফার্স্ট লুকের কাজেই শুটিং শুরু হয়েছিল। তার পর পরিচালক বনাম ফেডারেশন দ্বন্দ্বর জন্য সম্ভবত সাময়িক বন্ধ থাকে। তবে এবার পুজোর পর থেকে প্রথম হিন্দি সিরিজের কাজ শুরু করলেন রাজ চক্রবর্তী।