সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন স্বামীর অন্য প্রতি মন মজেছে! শোনা যাচ্ছে, অতীত ভুলে নাকি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছেন পরিচালক রাজ নিদিমরুর। এই টানাপোড়েনের মাঝে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে-র পোস্ট ঘিরে জোর চর্চা। এবার কর্মফলের কথা উল্লেখ করে পোস্ট করলেন তিনি। লিখলেন, "ভালো কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন।" ঠিক কী বার্তা দিতে চাইলেন শ্যামলী, তা নিয়ে চলছে জোর চর্চা।
কানাঘুষো জোরাল হয়েছে গত বুধবার থেকে। ওইদিন সামান্থা তাঁর নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন। যে সিনেমা আবার তাঁরই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালক রাজ নিদিমরুরর কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। গুঞ্জন, রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজ নিদিমরুর সঙ্গে সম্পর্কে নাকি এতটাই সিরিয়াস সামান্থা যে এবার থেকে তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী একত্রবাসের জন্য হন্যে হয়ে বাড়িও খুঁজছেন তাঁরা। এমন গুঞ্জন শুরু হতে বলিউড তো বটেই এমনকী দক্ষিণী সিনেদুনিয়াতেও শোরগোল! সামান্থার অনুরাগীরা অবশ্য বেজায় খুশি। তাঁদের মতে, নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর রোগভোগ করে অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। এখন তাঁর থিতু হওয়ার সময়। আদৌ এই গুঞ্জন কতটা সত্যি? মুখ খুলেছেন সামান্থা রুথ প্রভুর ম্যানেজার। তিনি সাফ জানিয়েছেন, এই গুঞ্জন একেবারে রটনা। কিন্তু তবুও কথাতেই আছে, যাহা রটে, তার কিছুটা হলেও বটে! নেটপাড়ার একাংশের কথায়, তিক্ত অতীত থেকে শিক্ষা নিয়েই হয়তো সহবাস কিংবা প্রেমের সম্পর্কের কথা এখনই প্রকাশ্যে আনতে নারাজ দক্ষিণী সুন্দরী।
