সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের জঙ্গিহানার পালটা প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। তাতে সন্ত্রস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত টিম 'ভুলচুক মাফ' ছবির। বড়পর্দার বদলে আগামী ১৬ মে ওটিটিতে মুক্তি পাচ্ছে ছবিটি।
ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, "দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং আমাজন এমজিএম স্টুডিওসের যৌথ সিদ্ধান্তে 'ভুলচুক মাফ' সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগামী ১৬ মে আমাজন প্রাইমে বিশ্বজুড়ে মুক্তি পাবে। আমরা সকলেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। তবে দেশের পরিস্থিতি সকলের আগে। জয় হিন্দ।" বলে রাখা ভালো, ছবিটি আগামী ৯ মে অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।
'ভুলচুক মাফ' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বিকে। বারাণসীতে হয়েছে ছবির শুটিং। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ওয়ামিকা তিতলি। দু'জনের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। রঞ্জন বিয়ের জন্য উৎসুক। তবে রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময়চক্রে আটকে গিয়েছে। যার ফলে প্রতিদিন তাঁর জীবনে একই ঘটনা ঘটছে। তবে এই সমস্যার কথা রঞ্জন কাউকে বলতে পারছে না। এই গল্পের ধারায় এগোবে ছবির প্লট। শেষমেশ রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কী হল, তা জানা যাবে ছবি মুক্তির পর। বাড়িতে বসে অনুরাগীরা ছবিটি দেখে মুগ্ধ হবেন বলেই আশা 'ভুলচুক মাফ' টিমের।
