shono
Advertisement
Abir Ankush

'রক্তবীজ ২' মুক্তির আগে আবির-অঙ্কুশের হাড্ডাহাড্ডি হেঁশেল-যুদ্ধ! 'পঙ্কজ' না 'মুনির', জিতল কে?

হেঁশেলে হাতা-খুন্তির লড়াইয়ে মগ্ন মুনির-পঙ্কজ। কী বলছেন আবির-অঙ্কুশ?
Published By: Sandipta BhanjaPosted: 06:26 PM Sep 05, 2025Updated: 06:26 PM Sep 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে, সে মারকাটারি অ্যাকশনে বন্দুকবাজিও করে! শুক্রবার প্রমাণ করে দিলেন আবির-অঙ্কুশ। পাঠার মাংস রান্না নিয়ে হাড্ডাহাড্ডি হেঁশেল-যুদ্ধ! চলতি সেপ্টেম্বর মাসেই পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে 'রক্তবীজ ২'। যে ছবিতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসার পঙ্কজ সিনহার ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। অন্যদিকে খলচরিত্র মুনির আলমের বেশে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। পুজোর পর্দায় একে-অপরের সম্মুখ সমরে টলিউডের দুই অভিনেতা। তবে রিলিজের প্রাক্কালেই এদিন হেঁশেলে হাতা-খুন্তির লড়াইয়ে মগ্ন মুনির-পঙ্কজ। ব্যাপারটা কী?

Advertisement

আসলে শুক্রবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডেরায় হাজির হয়েছিলেন আবির চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ। এবং অবশ্যই সেটা নতুন কাজের জন্য। এক জনপ্রিয় মশলাপ্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওর 'মুখ' তাঁরা। সেই প্রেক্ষিতেই জিনিয়া সেনের ভাবনায় নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ধরা দিলেন 'রক্তবীজ ২'-এর পু্লিশ-ভিলেন। আর মশলার বিজ্ঞাপন যখন, তখন রকমারি পদ তো থাকবেই। পুজোর মুখে আদ্যোপান্ত বাঙালি মেন্যু। রসেবশে ভাত-ডাল, বেগুন ভাজা, মাটন কষায় মজলেন আবির-অঙ্কুশ! সেটা অবশ্য 'রিলে'। বিজ্ঞাপনী ভিডিওর চিত্রনাট্য মেনেই।

তা পুলিশের সঙ্গে ভিলেনের হেঁশেল ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা কেমন? প্রশ্ন শুনেই হেসে গড়ালেন অঙ্কুশ। তাঁর কথায়, "খুবই মজার অভিজ্ঞতা। কারণ চোর-পুলিশের সম্পর্কের সমীকরণ তো বন্ধুত্বে গড়ায় না! এযাত্রায় অবশ্য পুলিশ-ভিলেন হবে। তবে আজকের ব্যাপারটা একেবারে আলাদা। রিলে নয় আবিরদার সঙ্গে আমার রিয়েল লাইফ যেমন ইক্যুয়েশন, আজকের হেঁশেলেও সেটাই বজায় রয়েছে।" রসিকতা করে আবির চট্টোপাধ্যায়ের মন্তব্য, "হেঁশেল ভাগ করার থেকেও বড় কথা সারাদিন অঙ্কুশের সঙ্গে। দিনভর উত্তেজনা চলছে। সামনেই পুজো রিলিজ, বিভিন্ন রকম আলোচনা করছি সকলে। এখানে আমরা কেউই হিরো নই, কেউ ভিলেন নই..., অঙ্কুশ আর আমি দুজনেই কমেডিয়ান।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসলে শুক্রবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডেরায় হাজির হয়েছিলেন আবির চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ।
  • এক জনপ্রিয় মশলাপ্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওর 'মুখ' তাঁরা।
Advertisement