shono
Advertisement
Ram Gopal Varma

জামিন অযোগ্য মামলায় জেল রামগোপাল ভার্মার, দিতে হবে মোটা জরিমানাও, কেন?

আদালতের নির্দেশ, মামলাকারীকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাঁর জেল সাজার মেয়াদ আরও বাড়বে।
Published By: Sandipta BhanjaPosted: 02:20 PM Jan 23, 2025Updated: 02:20 PM Jan 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামগোপাল ভার্মা এবং বিতর্ক যেন একে-অপরের সঙ্গী! বরাবর বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক। আবার কখনও বা আইনি বিপাকে পড়তে হয়েছে তাঁকে। এবার চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের (Ram Gopal Varma) জেল সাজা হল।

Advertisement

জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময়েই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিগত কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছেন রামগোপাল। তারও আগে থেকে পরিচালকের কোনও সিনেমা বক্স অফিসে চলেনি। এমতাবস্থায় ২০১৮ সালে চেক বাউন্স মামলায় জড়িয়ে পড়েন রামগোপাল। ভার্মা এবং 'শ্রী' নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই সংশ্লিষ্ট মামলার সূত্রপাত। রিপোর্ট অনুযায়ী, রামগোপালের দেওয়া চেক বাউন্স হয়ে গিয়েছিল। নির্দিষ্ট পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টেও ছিল না। সেই কারণেই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা। একাধিকবার শুনানি হলেও রামগোপাল হাজিরা দেননি আদালতে। আইনি নোটিস পেলেও বারবার অনুপস্থিত থেকেছেন শুনানির সময়ে। শেষমেশ এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে পরিচালককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাও আবার জামিন অযোগ্য ধারায়। শুধু তাই নয়, এর পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও হয়েছে তাঁর উপর। আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ওই সংস্থাকে ৩.৭২ লক্ষ টাকাও দিতে হবে রামগোপালকে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই তিন মাসের মধ্যে মামলাকারীকে ক্ষতিপূরণ দিতে না পারলে রামগোপালের জেল সাজার মেয়াদ আরও তিন মাস বেড়ে যাবে।

প্রসঙ্গত, 'সিন্ডিকেট' নামে নতুন সিনেমার ঘোষণা করেছেন রামগোপাল ভার্মা। এই ছবি দিয়েই তিনি যখন নিজের সিনেকেরিয়ারের পাপ ধুতে ব্যস্ত, তখনই বড়সড় আইনি বিপাকে জড়ালেন পরিচালক। বিগত কয়েক বছরে তাঁর কোনও হিট সিনেমা তো দূরঅস্ত, তেমন কোনও ছবির কন্টেন্টও উপহার দিতে পারেননি পরিচালক। যার জেরে তাঁর একসময়কার সুপারহিট সিনেমাগুলি নিয়েও আলোচনা হয় না বর্তমানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের জেল সাজা হল।
  • জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময়েই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
  • আদালতের নির্দেশ, মামলাকারীকে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাঁর জেল সাজার মেয়াদ আরও বাড়বে।
Advertisement