shono
Advertisement
Alia Bhatt Ranbir Kapoor

পরনে ২২ হাজারের কুর্তি, কেক কেটে রণবীরের কোলে বসে পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন আলিয়ার

আলিয়ার কপালে চুমু রণবীরের। মাখিয়ে দিলেন কেকও। দেখুন ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 12:53 PM Mar 13, 2025Updated: 02:45 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারে ১৫ মার্চ আসতে আরও দিন দুয়েক বাকি। সেদিনই ৩২ বছরে পা রাখতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। জন্মদিন বলে কথা, কাপুর বাড়ির বউমার জন্য যে বিশেষ আয়োজন থাকবে, তা বলাই বাহুল্য। তবে এবার আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করে দিলেন অভিনেত্রী। সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন উপলক্ষে সারমেয়দের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করেছিলেন অনুরাগীরা। আর বৃহস্পতিবার সকালে পাপারাজ্জিদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেই সেলিব্রশনের মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

Advertisement

সেসব ছবি-ভিডিওতেই দেখা গেল ফটোশিকারিদের সামনেই একে-অপরের প্রেমে ডুবে রণবীর-আলিয়া (Ranbir Kapoor, Alia Bhatt)। কোন রাখঢাক নেই! সাতসকালে সাদামাটা সাজপোশাকে অনুষ্ঠানে হাজির বলিউডের তারকাদম্পতি। কেক কাটার মুহূর্তে কখনও নাচতে দেখা যায় উচ্ছ্বসিত আলিয়াকে তো কখনও বা আবার রণবীরের কোলে বসে পাপারাজ্জিদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী। লেন্সবন্দি হল তাঁদের খুনসুঁটির মুহূর্তও। স্ত্রী কপালে আদুরে চুম্বন করে কেক খাইয়ে দিলেন রণবীর। তার পর আবার দুষ্টুমির ছলে আলিয়ার গালে কেক মাখিয়ে দিতে দেখা গেল তাঁকে।

আলিয়ার জন্মদিনের অনুষ্ঠানে নতুন লুকে নজর কাড়লেন রণবীর কাপুর। অবশ্য কম যান না অভিনেত্রীও। সাড়ে বাইশ হাজার টাকার পিচ রঙের চান্দেরি কুর্তি বেছে নিয়েছিলেন আলিয়া। হালকা মেকআপে তাঁর মিষ্টি লুকও মনে ধরেছে ভক্তদের। আপাতত রাহার মা-বাবার খুনসুঁটিতে মজে নেটপাড়া। জানা গেল, এদিনের অনুষ্ঠানে আগামী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়েও পাপারাজ্জিদের সঙ্গে কথা বললেন দম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্যালেন্ডারে ১৫ মার্চ আসতে আরও দিন দুয়েক বাকি। সেদিনই ৩২ বছরে পা রাখতে চলেছেন আলিয়া ভাট।
  • এবার আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করে দিলেন অভিনেত্রী।
  • বৃহস্পতিবার সকালে পাপারাজ্জিদের নিয়ে জন্মদিন পালন করলেন আলিয়া ভাট।
Advertisement