shono
Advertisement
Ranbir-Alia

নতুন বছরের প্রথম আদর! ভাইরাল রণবীর-আলিয়ার সেলিব্রেশনের ভিডিও

নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ার।
Published By: Suparna MajumderPosted: 10:25 AM Jan 01, 2025Updated: 10:25 AM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ার। স্ত্রী আলিয়াকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেন নীতু কাপুর।

Advertisement

একসময় রণবীরের নারীসঙ্গ নিয়ে প্রচুর চর্চা হত বি-টাউনে। দীপিকা পাড়ুকোণ, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। 'ব্রহ্মাস্ত্র' সিনেমার শুটিংয়ে আলিয়া ও তাঁর সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারেন তারকা যুগল। সেবছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর পুরদস্তুর 'ফ্যামিলি ম্যান'। আলিয়া-রাহাকে চোখে হারান তিনি।

ভিডিও দেখে মনে হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাতে কোনও বিলাসবহুল রিসর্টে গিয়েছিলেন রণলিয়া। সঙ্গী নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। সেখানে সম্ভবত রাহা ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতসবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে চলে আসেন আলিয়ার কাছে। তাঁকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।

প্রসঙ্গত, আগামীতে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমায় আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে আবার ভিকি কৌশলও রয়েছেন। এর আগে ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রণবীর-ভিকি। অফস্ক্রিনেও দুজনের বেশ বন্ধুত্ব। বর্তমানে ভিকি রণবীরের প্রাক্তন ক্যাটরিনা কাইফের স্বামী। তবে তাতে দুই তারকার বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি। রামমন্দির উদ্বোধনের দিনও অযোধ্যার তারকাখচিত অনুষ্ঠানে রণবীর-আলিয়ার সঙ্গে এক গাড়িতে মন্দির চত্বর অবধি পৌঁছতে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটরিনাকে। অতএব, অতীতের তিক্ততা বর্তমানে আর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী আলিয়াকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর।
  • পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি।
  • ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেন নীতু কাপুর।
Advertisement