shono
Advertisement
Ranbir Kapoor Alia Bhatt

আলিয়া প্রথম স্ত্রী নন! অতীতের কোন গোপন কথা ফাঁস করলেন রণবীর কাপুর?

'সেই মেয়েটি...', কার কথা বললেন অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 02:14 PM Mar 21, 2025Updated: 02:14 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে রণবীর কাপুর (Ranbir Kapoor) ছিলেন ‘রমণীমোহন’! বিটাউনের কানাঘুষো গুঞ্জন থেকে কফি কাউচের চর্চা অন্তত সেদিকেই ইঙ্গিত করে। তবে সময় বদলেছে। এখন তিনি আদ্যোন্ত 'ফ্যামিলি ম্যান'। শ্বশুর মহেশ ভাট আগেভাগেই রণবীরকে বিশ্বের ‘সেরা বাবা’র তকমা দিয়েছেন। আলিয়া ভাটের (Alia Bhatt) সোশাল মিডিয়াতেও উঁকি দিলে স্পষ্ট হয়, মেয়ে রাহা রণবীরের নয়নমণি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন!

Advertisement

মাশাবেল ইন্ডিয়ার সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন? এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, "উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার কেরিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আসলে ও আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল। ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বইয়ে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে।" এরপরই রসিকতা করে রণবীরের সংযোজন, "আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। হয়তো কোনওদিন দেখা হবে ভবিষ্যতে।" বলিউড সুপারস্টারের সেই মন্তব্যই বর্তমানে চর্চার শিরোনামে।

২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। এলাহি কোনও আয়োজন করেননি। নিজের ফ্ল্যাটেই দুই পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন তারকাজুটি। সেইবছরই মেয়ে রাহার জন্ম হয়। যে একরত্তি এখন ভাট-কাপুর পরিবারের নয়নমণি। বলিউডের একসময়ের সেই ‘ফ্ল্যামবয়েন্ট’ ছেলেটি বাবা হওয়ার পর যেন অনেকটা থিতু! তবে অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে। এবারেও সেই 'জবরা ফ্যানের' কথা বলে চর্চার শিরোনামে অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর।
  • তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন!
  • 'জবরা ফ্যানের' কথা বলে চর্চার শিরোনামে রণবীর কাপুর।
Advertisement