shono
Advertisement

Breaking News

Randeep Hooda-Lin Laishram

'মাতৃত্ব আগেও এসেছে', মা হওয়ার আগে গর্ভপাতের যন্ত্রণার কথা জানালেন রণদীপঘরনি

২৯ নভেম্বর, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই তাঁরা ঘরে নতুন সদস্য আসার খবর দেন।
Published By: Arani BhattacharyaPosted: 09:52 PM Dec 20, 2025Updated: 09:52 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই থেকে তিন হওয়ার সুখবর নভেম্বর মাসেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রণদীপ হুডা ও লিন লাইশরম। ২৯ নভেম্বর, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই তাঁরা ঘরে নতুন সদস্য আসার খবর দেন। তাঁদের জীবনের এমন এক খবরে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। সব ঠিক থাকলে নতুন বছরে মার্চ মাস নাগাদ ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। একই সঙ্গে বিষাদের সুরও বেজেছে তাঁদের কণ্ঠে। এই বছরের খারাপ স্মৃতি হিসেবে যা তাঁদের সবথেকে বেশি যন্ত্রণা দিয়েছে। লিন জানিয়েছেন, এই প্রথম নয় মাতৃত্ব তাঁর জীবনে আগেও এসেছে কিন্তু সেই সুখ উপভোগ করতে পারেননি। লিন জানান, এই বছরের শুরুতেও সন্তানধারণ করেছিলেন। কিন্তু সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি তাঁরা।

Advertisement

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে রণদীপঘরনি লিন বলেন, "আমি বা আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন তা আমরা পুরোদমে উপভোগ করছি। আমার সমস্ত ওঠাপড়ায় রণদীপ সবসময় পাশে থেকেছে এখনও আছে। সবথেকে কঠিন পরিস্থিতি আমাদের জীবনে এসেছিল এই বছরেই। এই প্রথম নয়, এর আগেও আমাদের কোল জুড়ে সন্তান আসার কথা ছিল। কিন্তু আমরা তাকে হারাই। তাকে আমরা পৃথিবীর আলো দেখাতে পারিনি। আমার গর্ভপাত হয়। আমি ওইসময় স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিকদিক দিয়ে খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের সামলে উঠেছি। আবার আমাদের কোলে সন্তান আসছে। আমরা খুব তাড়াতাড়ি দুই থেকে তিন হব। জীবনের নতুন শুরুয়াত নিয়ে আমরা খুবই খুশি।"

২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরীকন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। আসন্ন ‘প্যারেন্টহুড’ নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরম দুজনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ মোটলির সূত্রে আলাপ রণদীপ-লিনের। তার পর বন্ধুত্ব এবং প্রেম। শোনা যায়, কোভিডের সময় থেকেই সহবাসে ছিলেন তারকাজুটি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুডা এবং লিন লাইশরম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সব ঠিক থাকলে নতুন বছরে মার্চ মাস নাগাদ ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান।
  • তাঁদের জীবনের এমন এক খবরে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
  • লিন জানিয়েছেন, এই প্রথম নয় মাতৃত্ব তাঁর জীবনে আগেও এসেছে কিন্তু সেই সুখ উপভোগ করতে পারেননি।
Advertisement