shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

বাদশার রাজপাটে এবার রানিও! শাহরুখের ‘কিং’-এ চমকের পর চমক

এই ছবিতেই বাবার হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সুহানা।
Published By: Biswadip DeyPosted: 08:08 PM May 16, 2025Updated: 08:08 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ! ছবির শুটিং এখনও শুরু হয়নি। কিন্তু কাস্টিং ঘিরে চমকের পর চমক। যা শাহরুখ-ভক্তদের প্রত্যাশা এখন থেকেই আকাশছোঁয়া করে তুলেছে। একে একে শোনা গিয়েছে অনেকের নাম। এবার নতুন চমক- ছবিতে থাকছেন রানি মুখোপাধ্যায়ও। এমনটাই দাবি এক বিনোদন ওয়েবসাইটের।

Advertisement

এর আগে জানা গিয়েছিল, পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ছবিতে থাকছেন দুঁদে বলি অভিনেতা আরশাদ ওয়ার্সি। তাছাড়া এই ছবির মাধ্যমেই বাবার হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সুহানাও। সম্প্রতি যুক্ত হয়েছে আরও দু'টি বড় নাম- জ্যাকি শ্রফ, অনিল কাপুর। এবার তালিকায় যুক্ত হলেন 'কুছ কুছ হোতা হ্যায়', 'চলতে চলতে', 'কভি আলবিদা না কহেনা'র মতো ছবিতে শাহরুখের বিপরীতে থাকা রানিও। খবরটা সত্যি হলে দীর্ঘ ১৭ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে দু'জনকে। শেষবার ২০০৮ সালে 'রব নে বানা দি জোড়ি' ছবিতে 'ফির মিলেঙ্গে চলতে চলতে' গানে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ-রানি। এমনটাও শোনা যাচ্ছে, 'কিং' ছবিতে ক্যামিও নয়, বলা যায় 'এক্সটেন্ডেড ক্যামিও' করবেন রানি।

প্রসঙ্গত, ‘কিং’-এর প্রযোজনার দায়িত্বে থাকছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবিটি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। কিছুদিন আগেই জানা গিয়েছে, এই ছবিতে সুহানার মায়ের ভূমিকায় নাকি অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আগামী জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হবে। ‘মুঞ্জা’ খ্যাত অভয় বর্মাকেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। স্বভাবতই ‘কিং’কে ঘিরে যে দর্শক অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে সেকথা বলাই বাহুল্য। ২০২৬-এর মাঝামাঝি ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ! ছবির শুটিং এখনও শুরু হয়নি। কিন্তু কাস্টিং ঘিরে চমকের পর চমক।
  • একে একে শোনা গিয়েছে অনেকের নাম। এবার নতুন চমক- ছবিতে থাকছেন রানি মুখোপাধ্যায়ও।
  • এমনটাই দাবি এক বিনোদন ওয়েবসাইটের।
Advertisement