সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার ঘিরে চর্চা চলছেই। ৪ মিনিট ৮ সেকেন্ডের দীর্ঘ ট্রেলারে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবনের মতো তারকাদের দেখা গিয়েছে। তারকা সমাবেশ নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই ট্রেলারে দেখানো 'অত্যাচার' নিয়েও আলোচনা অব্যাহত। এর মধ্যেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ওই ট্রেলারের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের মুণ্ডচ্ছেদের ভিডিওর তুলনা করলেন। তাঁর মতে, পরিচালক আদিত্য ধর সস্তা বিনোদনের সীমা অতিক্রম করে গিয়েছেন!
এক্স হ্যান্ডলে ইনফ্লুয়েন্সার ধ্রুব লিখেছেন, 'আদিত্য ধর সত্যিই বলিউডে সস্তা বিনোদনের সীমা অতিক্রম করে গিয়েছেন। তাঁর সর্বশেষ ছবির ট্রেলারে দেখানো চরম সহিংসতা, রক্তপাত এবং নির্যাতন আইসিসের মুণ্ডচ্ছেদ দেখার এবং সেটাকে 'বিনোদন' বলার সমতুল। অর্থের প্রতি তাঁর লোভ এতটাই অপ্রতিরোধ্য যে সে ইচ্ছাকৃত ভাবে তরুণ প্রজন্মের মনকে বিষাক্ত করছেন, অকল্পনীয় নির্যাতনকে মহিমান্বিত করছেন। সেন্সর বোর্ডের কাছে এটাই সুযোগ চুম্বন বা খোলামেলা ত্বক দেখানোর চেয়েও এটাকে বড় সমস্যা হিসেবে তুলে ধরার।'
প্রসঙ্গত, চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। এর আগে টিজারটি প্রকাশ্যে এসেছিল। সোমবার মুক্তি পায় ট্রেলার। দীর্ঘ এই ট্রেলারের শুরুতেই দেখা যায় রক্তাক্ত রণবীর সিংকে। তাঁর প্রতি চলতে থাকা অকথ্য অত্যাচারের ভিডিও সত্যিই শিউরে ওঠার মতো। ছবিতে রণবীর ভারতীয় স্পাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। পাকিস্তানে ধরা পড়ার পর তাঁর অত্যাচারিত হওয়ার পাশাপাশি ছবি জুড়ে রক্তপাত, বিস্ফোরণ ও ভায়োলেন্সের ছড়াছড়ি। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা হয়েছে। এবার পরিচালককে কাঠগড়ায় তুললেন ধ্রুব।
এর আগে শাহরুখ খানকে তোপ দেগে প্রশ্ন করেছিলেন, বিপুল ধনী হওয়ার পরও কেন তাঁকে পানমশলার বিজ্ঞাপন করতে হয়। এছাড়াও বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়েও সমালোচনায় মুখর হন ধ্রুব। সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। স্বাভাবিকভাবেই কোনও খুদে দর্শকদের জন্য এই সিনেমা যে নয়, সেটা স্পষ্ট করে দেওয়া ওই ছাড়পত্রে। কিন্তু তার পরও কেন ১৮ বছরের থেকে কমবয়সি দর্শকদের এই ছবি দেখানো হল সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
